অলস্পোর্ট ডেস্ক: ভুল শুধরে ঘুরে দাঁড়াল শুভমান গিলের ভারতীয় দল। শনিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম টি২০ ম্যাচে রীতিমতো মুখ থুবড়ে পড়েছিল ভারতীয় ব্যাটিং। তবে রবিবার সেই ব্যাটিংই দারুণভাবে ঘুরে দাঁডা়ল। একই মাঠে একদিন আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমান আর দিন প্রথম ব্যাট করে ২০ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ২৩৪ রান করল ভারত। এদিন অবশ্য ব্যর্থ অধিনায়ক শুভমান। ২৩৫ রানের লক্ষ্যে নেমে বেশিদূর যেতে পারল না হোম টিম। ২৩৫ রানের লক্ষ্যে নেমে ১৩৪ রানে অল-আউট হয়ে গেল জিম্বাবোয়ে।
এদিন গত ম্যাচেই অভিষেক হওয়া অভিষেক শর্মাকে নিয়েই ওপেন করতে নেমেছিলেন শুভমান গিল। দ্বিতীয় ওভারেই মাত্র ২ রান করে আউট হয়ে যান তিনি। সেখান থেকেই রুতুরাজ গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে ঝোড়ো ব্যাটিং শুরু করেন অভিষেক। যার ফল ১০-১ থেকে ভারতের রানকে ১৪৭-এ নিয়ে যায় এই জুটি। মাত্র ৪৭ বলে সাতটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রানের ইনিংস খেলেন অভিষেক। এর পর রুতুরাজের সঙ্গে ভারতীয় ইনিংসের হাল ধরেন রিঙ্কু সিং।
প্রথম ম্যাচে এঁরা সকলেই ব্যর্থ ছিলেন। কিন্তু ঘুরে দাঁড়াতে বেশি সময় নিলেন না তাঁরা। রুতুরাজ ৪৭ বলে ৭৭ ও রিঙ্কু ২২ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন। ভারত থামে ২৩৪-২-এ। জিম্বাবোয়ের হয়ে একটি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা।
২৩৫ রানের লক্ষ্যে নামা জিম্বাবোয়ে শুরু থেকেই চাপে রেখেছিল ভারতীয় বোলিং। যার ফল পর পর উইকেট হারাতে শুরু করে হোম টিম। ওপেন করতে নেমেছিলেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভার। ওয়েসলি ৪ রান করে দ্রুত ফিরে গেলেও ওয়েসলি দীর্ঘক্ষণ ক্রিজে টিকে থাকেন। কিন্তু উল্টোদিকে কাউকে পাননি তাঁর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার মতো। তিনি যখন আউট হন তখন তাঁর নামের পাশে ৪৩ রান। তাঁর আগে সাত জন ফিরে গিয়েছে প্যাভেলিয়নে।
১৮.৪ ওভারে ১৩৪ রান করে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। ১০০ রানে ম্যাচ জিতে সিরিজ ১-১ করল ভারত। ভারতের হয়ে এদিন তিনটি করে উইকেট নেন আভেশ খান ও মুকেশ কুমার। দুই উইকেট রবি বিষ্ণোইয়ের। এক উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার