অলস্পোর্ট ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে কিন্তু তার পর থেকে পাঁচ ম্যাচের সিরিজে একটিও ম্যাচ না হেরে সিরিজ ৪-১-এ জিতেই দেশে ফিরছেন শুভমান গিলরা। শনিবারই সিরিজের চতুর্থ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়েছিল ভারতীয় দল। রবিবার সেই ব্যবধান বাড়িয়ে নিল ভারতীয় ক্রিকেট দলের ভবিষ্যত প্রজন্ম। একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছিল এই ভারতীয় দল। সিররিজ শেষে যাঁদের নিয়ে স্বপ্ন দেখতে পারে ভারতীয় ক্রিকেটপ্রেমী জনতা সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে এই সিরিজ অনেকটাই স্বস্তির। এদিন টস জিতে প্রথমে ভাররতকে ব্যাট করতে পাঠিয়েছিল জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ভারত থামে ১৬৭-৬-এ। জবাবে ব্যাট করতে নেমে ৪২ রান আগেই থামতে হল জিম্বাবোয়েকে।
শনিবারই কোনও উইককেট না হারিয়ে ভারতকে জয় এনে দিয়েছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। এদিন অবশ্য দ্রুত প্যাভেলিয়নে ফিরলেন দু’জনেই। যশস্বী ১২ ও শুভমান ১৩ রান করেই বিদায় নিলেন। তিন নম্বরে নেমে অভিষেক শর্মাও মাত্র ১৪ রান করে আউট হলে গেলেন। যার ফলে ৫ ওভারেই ৪০ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা সমস্যায় পড়ে গেলেও সেখান থেকে দলকে উদ্ধার করলেন সঞ্জু স্যামসন।
সঞ্জু স্যামসন একটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেললেন। তাঁকে যোগ্য সঙ্গত রিযান পরাগ ও শিভম দুবের। রিয়ানের ব্যাট থেকে এল ২২ রান ও দুবে করলেন ১২ বলে ২৬ রান। যা ভারতকে লড়াই করার মতো রানে নিয়ে যেতে সাহায্য করল। রিঙ্কু সিং ১১ ও ওয়াশিংটন সুন্দর ১ রান করে অপরাজিত থাকলেন। ২০ ওভারে ১৬৭-৬-এ থামল ভারত। বাকি কাজটি ছিল ভারতের বোলারদের। তাঁরা হতাশ করেননি।
বল হাতে নেমে ভারতের প্রায় সকলেই উইকেট পেলেন রবি বিষ্ণোই ছাড়া। আন্তর্জাতিক কেরিয়ারে সেরা বোলিং করে জর কেড়ে নিলেন মুকেশ কুমার। ৩.৩ ওভার বল করে ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন তিনি। ২ উিকেট নিলেন শিভম দুবে। একটি করে উইকেট নিলেন তুষার দেশপাণ্ডে, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা। যার ফলে পুরো ওভারও খেলতে পারেনি জিম্বাবোয়ে। ৪২ রানে হেরে সিরিজ শেষ করল জিম্বাবোয়ে।
জিম্বাবোয়ের বল হাতে শুরুটা ভাল হলেও ব্যাট হাতে মোটেও ভাল হল না। ওপেনার ওয়েসলি কোনও রান না করেই ফিরে গেলেন প্যাভেলিয়নে। মারুমানি ২৭, ব্রায়ান ১০, ডিয়ন মেয়ার্স একমাত্র কিছুটা রান করলেন, তাঁর ব্যাট থেকে এল ৩৪ রান, সিকান্দর রাজা ৮, ক্যাম্পবেল ৪, ক্লাইভ ১, আক্রম ২৭, ব্র্যান্ডন ৪, রিচার্ড ০ রান ফিরে যান প্যাভিলয়নে। ১৮.৩ ওভারে ১২৫ রানে অল-আউট হয়ে যায় জিম্বাবোয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার