অলস্পোর্ট ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং স্ত্রী ঋতিকা সাজদের ঘরে পুত্র সন্তানের জন্ম হল। এই দম্পতির তরফে কিছু জানানো না হলেও শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। তবে সূত্রের তরফে জানা গিয়েছে খবরটি সত্যি। রোহিত এবং ঋতিকা ইতিমধ্যেই কন্যা সামাইরার বাবা-মা, যার ৩০ ডিসেম্বর ছয় বছর বয়স হবে। যদিও জন্মের সঠিক সময় সম্পর্কে এখনও কোনও নিশ্চিতকরণ নেই, তবে এই দম্পতি সম্ভবত ঘোষণা করবেন এবং শীঘ্রই ভক্তদের সঙ্গে খবরটি শেয়ার করবেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য ভারতীয় দলের সঙ্গে পার্থে যাননি রোহিত। যার ফলে তিনি প্রথম টেস্টে নেতৃত্ব দিতে পারবেন কিনা তা নিয়ে অনেক জল্পনা শুরু হয়েছিল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্ট পার্থে ২২ নভেম্বর শুরু হবে।
অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগেসাংবাদিক সম্মেলনের সময়, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছিলেন যে রোহিতের অনুপস্থিতির বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই৷
“এই মুহূর্তে কোনও নিশ্চিতকরণ নেই। আশা করি তিনি উপলব্ধ হবেন। আমরা আপনাদের জানাব,” গম্ভীর প্রেসকে বলেছিলেন।
প্রধান কোচ আরও বলেছিলেন যে রোহিত যদি প্রথম ম্যাচটি মিস করেন, তবে সহ-অধিনায়ক এবং তারকা পেসার যশপ্রীত বুমরাহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন।
শুধু অধিনায়কত্বই নয়, রোহিতের অনুপস্থিতিও দলে নতুন ওপেনারের দরজা খুলে দেবে। সেই ভূমিকা সম্পর্কে, গম্ভীর বলেছিলেন, “রোহিতকে পাওয়া না গেলে, আমরা অস্ট্রেলিয়ায় (অভিমন্যু) ঈশ্বরন এবং কেএল (রাহুল)কে পাব। আমরা তখন সিদ্ধান্ত নেব।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার