অলস্পোর্ট ডেস্কঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহিলা ইমার্জিং এশিয়া কাপ সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি বলও না খেলে ফাইনালে পৌঁছে গেল ভারত। সোমবার বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। এর পরে মঙ্গলবার রিজার্ভ ডেতে-ও বৃষ্টির কারণে ম্যাচ হয়নি। যার ফলে ভারতীয় মহিলা ‘এ’ দল সরাসরি ফাইনালে পৌঁছে যায়।
ভারতীয় ‘এ’ মহিলা দল তাদের গ্রুপের শীর্ষে থাকার ফল পেল। শ্রীলঙ্কা ‘এ’ মহিলা দল তাদের গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। ভারত এবং শ্রীলঙ্কার ২টি করে গ্রুপের ম্যাচও বৃষ্টির কারণে বাতিল হয়েছে। এর খেসারত দিতে হল শ্রীলঙ্কার মেয়েদের। ভারতের মহিলা টিম যে একটি ম্যাচে জিতেছে, সেটি তারা হংরংয়ের বিরুদ্ধে জিতেছে।
হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে ২০২৩ এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন্স ইমার্জিং এশিয়া কাপ খেলা হচ্ছে। ভারতের মহিলা এ দল এখন সেই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত। তবে বৃষ্টির কারণে ভারতের মেয়েরা গ্রুপ লিগের একটি ম্যাচ খেলেই ফাইনালে পৌঁছে গেল।
টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ২০২৩ মহিলাদের ইমার্জিং এশিয়া কাপে শুধুমাত্র একটি ম্যাচ খেলতে পেরেছে। বাকি ম্যাচ বৃষ্টিতে ধুইয়ে গিয়েছে। এমন কী সেমিফাইনাল ম্যাচটিও বৃষ্টির কারণে ভেসে গেল। একদিন রিজার্ভ ডে থেকেও কোনও লাভ হল না। ভারতের মহিলা এ টিম টুর্নামেন্টের প্রথম ম্যাচটিই খেলতে পেরেছিল। সেটি ছিল হংকংয়ের বিরুদ্ধে। যে ম্যাচে তারা ৯ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।
১৩ জুন টিম ইন্ডিয়া তাদের প্রথম ম্যাচ খেলেছে। যে ম্যাচটি ভারতীয় দল খুব সহজেই জিতে নিয়েছে। এই ম্যাচে জয়ের নায়ক ছিলেন ভারতের মহিলা দলের বোলার শ্রেয়াঙ্কা পাতিল। ভারতের মহিলা এ দলের হয়ে এটি ছিল শ্রেয়াঙ্কার অভিষেক ম্যাচ। ‘ইন্ডিয়া এ’-এর হয়ে খেলে শ্রেয়াঙ্কা এই ম্যাচে ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। শ্রেয়াঙ্কা পাটিলের এই দুর্দান্ত বোলিংয়ের কারণে হংকংয়ের পুরো দলটি মাত্র ৩৪ রানে অলআউট হয়ে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার