অলস্পোর্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালেও টস হারলেন রোহিত শর্মা। এদিন টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত তাদের উইনিং কম্বিনেশন না ভাঙার সিদ্ধান্তই নিয়েছে। একই দল নিয়ে ফাইনাল খেলতে নেমেছে ভারত। নিউজিল্যান্ড দলে একটিই মাত্র পরিবর্তন হয়েছে। যেখানে ম্যাচ হেনরিকে বাইরে রেথে নাথান স্মিথকে দলে নেওয়া হয়েছে।
টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘‘আমরা বেশি রান করার চেষ্টা করব। দারুন একটা অনুষ্ঠান আর দারুন একটা স্টেডিয়াম। এটি একটি ভাল সমাপ্তি হতে চলেছে। পাকিস্তানে যা ছিল তার থেকে একটু আলাদা। আমরা ভারতকে খুব ভাল খেলতে দেখেছি এবং আমরা চেষ্টা করব কিছু রান সংগ্রহ করে দেখব কেমন হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন ছেলেরা এগিয়ে এসেছে। এটা একটা ভাল খেলা হতে চলেছে। ম্যাট হেনরি বাদ পড়েছেন এবং নাথান স্মিথ এসেছেন।’’
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘‘এক সেকেন্ড ব্যাট করতে আমার আপত্তি নেই। এটা একটা ভাল পিচ, খুব বেশি পরিবর্তন হয়নি। আমাদের প্রথমে বোলিং করতে হবে এবং তাদের কীভাবে সীমাবদ্ধ করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। দিন শেষে, তুমি কতটা ভাল খেলতে চাও সেটাই গুরুত্বপূর্ণ। আমরা টস নিয়ে চিন্তা করতে চাই না। আমরা ভাল ক্রিকেট খেলেছি। এটি আরেকটি গুরুত্বপূর্ণ খেলা। আমরা দেখব কী করা দরকার। নিউজিল্যান্ড দারুন একটা দল। আরেকটি চ্যালেঞ্জ এবং আমরা দেখব আমরা কতটা ভাল খেলতে পারি। আমরা একই দল নিয়েই খেলছি।’’
ফাইনালের পিচ নিয়েই আগেই জানা গিয়েছিল, কোন পিচে খেলতে চলেছে দুই দল। এটি সেই পিচ যেখানে ভারত-পাকিস্তান ম্যাচটি হয়েছিল। আকাশ চোপড়া বলেন, ‘‘যে পিচটি খুবই শুষ্ক, কিন্তু শক্ত। এই প্যাচগুলো ভাঙবে না। খুব বেশি টার্ন নেই এবং দিন যত গড়াবে, পিচ ততই খারাপ হতে থাকবে। প্রথমে ব্যাটিং করাটাই হবে গুরুত্বপূর্ণ। দলগুলো ২৭০ এবং তার বেশি স্কোর করার চেষ্টা করবে।’’
নিউজিল্যান্ড: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’রুর্ক
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বরুণ চক্রবর্থী
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার