অলস্পোর্ট ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ভারত ৩৩৯-৬-এ থামলেও দ্বিতীয় দিন সকালে এর সঙ্গে আর বেশি রান যোগ করতে পারেননি দলের লোয়ার অর্ডাররা। শুক্রবার সকালে রবিচন্দ্রন অশ্বিন ১১৩ ও রবীন্দ্র জাডেজা ৮৬ রানে আউট হন। এর পর আকাশদীপ সিং ১৭, যশপ্রীত বুমরাহ ৭ রান করে আউট হন। রানের খাতা না খুলে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ। ১৪৪-৬ থেকে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নেন হাসান মাহমুদ। তিন উইকেট তাসকিন আহমেদের। একটি করে উইকেট নেননাহিদ রানা ও মেহেদি হাসান মিঞ্জ।
প্রথম ইনিংসে বল হাতে বাংলাদেশের শুরুটা ভাল হলেও ব্যাট হাতে মোটেও ভাল হল না। বরং ভারতীয় ব্যাটাররা যেখানে ম্যাচ ছেড়ে গেলেন সেখান থেকেই বোলাররা শুরু করলেন। যাঁদের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশের ব্যাটিং। দেরশো রানেও পৌঁছতে পারলেন না শাকিবরা।
এদিন বাংলাদেশের হয়ে শাদমান ইসলাম ২, জাকির হাসান ৩, নাজমূল হোসেন ২০, মোমিনূল হক ০, মুশফিকুর রহিম ৮, শাকিব আল হাসান ৩২, লিটন দাস ২২, হাসান মাহমুদ ৯, তাসকিন আহমেদ ১১ ও নাহিদ রানা ১১ রান করে আউট হন। ২৭ রানে অপরাজিত থাকেন মেহদি হাসান মিরাজ। মাত্র ৪৭.১ ওভারে ১৪৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং।
ভারতের হয়ে এদিন বল হাতে সফল যশপ্রীত বুমরাহ। ১১ ওভার বল করে মাত্র ৫০ রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। বিশ্ব টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪০০ উইকেট সম্পূর্ণ করলেন তিনি।এছাড়া দুটো করে উইকেট নেন মহম্মদ সিরাজ, আকাশদীপ সিং ও রবীন্দ্র জাডেজা। এই ম্যাচের সব লাইমলাইট কেড়ে নেওয়া অশ্বিন অবশ্য এদিন উইকেট পাননি। ১৩ ওভার বল করে ২৯ রান দিয়ে শূন্য হাতেই থামতে হয়। ফলো-অন করানোর সুযোগ থাকলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ রান করে আউট হয়ে যান তিনি। প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করলেও ভারতের আর এক ওপেনার যশস্বী জয়সওয়াল এদিন রান পাননি। মাত্র ১০ রানেই ফিরে যান প্যাভেলিয়নে। একই পথে হাঁটলেন দলের আর এক সিনিয়র প্লেয়ার বিরাট কোহলিও। মাত্র ১৭ রানে এলবিডব্লু হয়ে ফিরলেন তবে তাঁর আউট নিয়ে সংশয় থেকে গিয়েছে। রিভিউ নিলে হয়তো বেঁচে যেতে পারতেন, কিন্তু তিনি নেননি। তিন ব্যাটারকে ফেরান তাসকিন, নাহিদ ও মেহেদি হাসান।
প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ শুভমান গিল এদিন ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেন। বিরাট কোহলি ফিরতে তাঁর সঙ্গে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। আগের ইনিংসে তাঁর ব্যাটেও রান আসেনি। এবার তাঁদের দু’জনের সামনেই প্রমান করার পালা। শুভমান ৩৩ ও পন্থ ১২ রান করে দিনের শেষে ক্রিজে রয়েছেন। তৃতীয় দিন ভারতের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদের উপরই। শনিবারই ভারতকে বড় রানে পৌঁছে ব্যাটিং শেষ করতে চাইবে দল। দিনের শেষে ভারত ৮১-৩।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরাহ, আকাশদীপ সিং, মহম্মদ সিরাজ
বাংলাদেশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার