অলস্পোর্ট ডেস্ক: ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব হাতে তুলল অস্ট্রেলিয়া। শুরুতে ব্যাট করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয় ২৯৬ রানে। অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২৭০ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। প্রথম ইনিংসের ১৭৩ রানের খামতি মিলিয়ে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪৪ রানের। ভারত শেষ ইনিংসে অল-আউট হয় ২৩৪ রানে।
৬৩.৩ ওভারে নাথান লিয়নের বলে বোল্যান্ডের হাতে ধরা পড়েন মহম্মদ সিরাজ। ৬ বলে ১ রান করেন তিনি। ভারত দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অল-আউট হয়ে যায়। শামি ৩টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ৪টি উইকেট নেন লিয়ন। ৩টি উইকেট নেন বোল্যান্ড। ২টি করে উইকেট দখল করেন কামিন্স ও স্টার্ক।
একই ওভারে বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার উইকেট তুলে নিলেন স্কট বোল্যান্ড। ৪৬.৫ ওভারে বোল্যান্ডের বলে ক্যারির দস্তানায় ধরা পড়েন জাদেজা। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত ১৭৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেএস ভরত। প্রথম বলেই আউট হতে হতে বেঁচে যান তিনি। বল ভরতের ব্যাটের কানায় লেগে স্লিপের উপর দিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। এই ওভারেই পিছিয়ে পড়ে ভারত।
পঞ্চম দিনের খেলা শুরুর আগে এগিয়ে দেখাচ্ছিল অজিদেরই। তবু অসাধ্য সাধনের আশায় বুক বেঁধেছিলেন ভারতীয় সমর্থকরা। জয়ের জন্য ভারতের সামনে বিশাল রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। শেষমেশ সেই রানের পাহাড় টপকানো সম্ভব হয়নি রোহিত শর্মাদের পক্ষে। ভারত আরও একটি আইসিসি ইভেন্টের ফাইনালে হারের মুখ দেখল। কে এস ভরত ৪১ বলে ২৩ রান করেন। রাহানে চেষ্টা করলেও ৪৬ রান করে আউট হয়ে যান।
ভারতের শেষ ইনিংসে আলোচনার কেন্দ্রে উঠে আসে শুভমনের আউট। টেস্ট বিশ্বকাপ ফাইনালের চতুর্থ দিন ভারতীয় ওপেনারের আউট ঘিরে প্রশ্ন ওঠে। স্কট বোল্যান্ডের বল শুভমনের ব্যাট ছুঁয়ে স্লিপে যায়। তৃতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ক্যামেরন গ্রিন বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন। এই ক্যাচ নিয়েই উঠেছে প্রশ্ন। চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পরে সেই বিতর্কে ঘি ঢেলেছেন শুভমন নিজেই। ওই ক্যাচের ছবি টুইট করেছেন তিনি। শুভমন কোনও মন্তব্য করেননি। যদিও ছবি দেখে মনে হচ্ছে ক্যাচ নেওয়ার সময় বল মাটিতে ঠেকেছে।
সেই সব আলোচনা এখন বৃথা। অস্ট্রেলিয়া ২০৯ রানে হারিয়ে দিয়েছে ভারতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী এখন অস্ট্রেলিয়া। আবার দু’বছরের অপেক্ষা। ২০২৫ সালে ফাইনাল হবে লন্ডনে। সেখানে ভারত সুযোগ পাবেন কি না সেটা বোঝা যাবে আগামী দু’বছরে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার