অলস্পোর্ট ডেস্ক: তিন দিনেই শেষ বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচ। শুরুটা ভাল না হলেও ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সিডনি টেস্টে রোহিত শর্মাকে ছাড়াই যশপ্রীত বুমরাহর নেতৃত্বে নেমেছিল ভারত। কিন্তু চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব করতে পারেনন তিনি। তাহলে কি সেটা বড় হয়ে দেখা দিল? তবে দলের হেড কোচ গৌতম গম্ভীর মনে করছেন, এক জনের জন্য দল হারতে পারে না। তিনি বলছিলেন, “দলে আরও পাঁচজন বোলার রয়েছে। একজনের উপর নির্ভর করে টিম গেম হয় না। মহম্মদ সিরাজ অসাধারণ বল করেছে। কিন্তু আমরা জিততে পারিনি। আমরা সিরিজ হেরেছে, এটাই সব থেকে বড় সত্যি।” সিডনিতে শেষ টেস্ট ৬ উইকেটে হেরে ১-৩-এ সিরিজ হেরেই দেশে ফিরছে ভারতীয় টেস্ট ক্রিকেট দল। ২০১৪-১৫ মরসুমের পর বার পর পর টেস্ট সিরিজ হারের মুখ দেখল ভারত।
১৪১-৬ নিয়ে তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল ভারত। ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা (৮) ও ওয়শিংটন সুন্দর (৬)। তার আগে ভারতীয় ইনিংসকে রানে ফিরিয়েছিল ঋষভ পন্থের ঝোড়ো ৩৯ বলে ৬১ রানের ইনিংস। কিন্তু তাঁর আগে ও পড়ে কোনও ব্যাটারই এই রানটা করতে পারেননি। তৃতীয় দিন ব্যাট করতে নেমে দলের মোট রানে মাত্র ১৬ রানই যোগ করতে পারেন ভারতীয় ব্যাটাররা। জাডেজা ১৩, ওয়াশিংটন সুন্দর ১২, মহম্মদ সিরাজ ৪, যশপ্রীত বুমরহা ০ রানে আউট হন। প্রসিধ কৃষ্ণা ১ রানে অপরাজিত থাকেন। ৩৯.৫ ওভারে ১৫৭ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস।
প্যাট কামিন্স ৩, স্কট বোল্যান্ড ৬ ও বিউ ওয়েবস্টার ১ একটি করে উইকেট নেন। প্রথম ইনিংস ভারতের থেকে পিছিয়ে শেষ করলেও দ্বিতীয় ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ভারতের প্রথম ইনিংসের ১৮৫ রানের লক্ষ্যে নেমে অস্ট্রেলিয়া ১৮১ রানেই শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ভারত তার সঙ্গে আরও ১৫৭ রান জুড়ে দেয়। যা স্বাভাবিকভাবেই যথেষ্ট ছিল না। তখনও হাতে ছিল দুই দিন, যদিও সে দু’দিন কাজেই লাগল না। তৃতীয় দিনই খেলা শেষ করে দিল অসিরা। বুমরার অনুপস্থিতি যে বড় পার্থক্য গড়ে দিল এই ক্ষেত্রে তা যতই দলের হেড কোচ মেনে না নিক, সেটাই সত্যি।
১৬১ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপাতে শুরু করেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা।দুই ওপেনার স্যাম কনস্টাস ২২ ও ফসমানখোয়াজা ৪ রানে ফিরে যান। এর পর মার্নাস লাবুশেন ৬, স্টিভেন স্মিথ ৪ রানের আউট হওয়ার পর বাকি কাজ করে দেন ত্রাবিস হেড ও বিউ ওয়েবস্টার। হেড ৩৪ ও বউ ৩৯ রানে অপরাজিত থাকেন। ২৭ ওভারেই চার উইকেট হারিয়ে ১৬২ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে তিন উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও ১ উইকেট নেন মহম্মদ সিরাজ।
ম্যাচের সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। তিনি এই ম্যাচে মোট ১০ উইকেট তুলে নেন। অন্য দিকে ম্যাচের সেরা হয়েছেন ভারতের যশপ্রীত বুমরাহ। এই সিরিজের সর্বোচ্ উইকেট টেকার তিনিই. ৩২ উইকেট নিয়ে সিরিজ শেষ করলেন বুমরাহ। প্রথম থেকেই বিশেষজ্রা এবং এদিন ম্যাচ শেষে ভারতের কোচ গম্ভীরও স্বীকার করে নিলেন এই সিডনির পিচ একদমই আলাদা। যা দুই দলকেই সমস্যায় ফেলেছে। তিনি বলছিলেন, “আমরা অতীতে যেমন পিচে সিডনিতে খেলেছে এই পিচ তার থেকে একদমই আলাদা ছিল।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.c
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার