Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩ওডিআই বিশ্বকাপ ২০২৩: অশ্বিনের বদলে শার্দুল, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত...

ওডিআই বিশ্বকাপ ২০২৩: অশ্বিনের বদলে শার্দুল, টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত আফগানদের

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত বনাম আফগান ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত আফগানিস্তান দলের। কিন্তু ভারতের বোলিং অর্ডারে বড় পরিবর্তন আনলেন রোহিত শর্মা। বোলার রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় নেওয়া হল শার্দুল ঠাকুরকে। এছাড়া ব্যাটিং অর্ডারে কোনও পরিবর্তন করেননি অধিনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার সঙ্গে গত ম্যাচে ভারত ছয় উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল। কেএল রাহুল ও বিরাট কোহলির জুটি অনবদ্য সাফল্য এনে দিয়েছিল ভারতকে। আজকের ম্যাচে দেখা যাক সেই জুটি কতটা কার্যকারী হয়। অন্যদিকে, আফগান দল প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে ব্যাপকভাবে পরাজিত হয়েছিল। তবুও এদিন তাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন আনেননি অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি।

‘‘আমরা দ্বিতীয় নম্বরে ব্যাট করব। গত সন্ধ্যায় শিশিরের পরিমাণ যা দেখেছি তাতে উইকেট খুব একটা বদলাবে বলে মনে হয় না। ভালো বোলিং করতে হবে এবং ফিরে এসে আরও ভালো ব্যাটিং করতে হবে। আমরা প্রথম ম্যাচে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) চাপে ছিলাম, কিন্তু কেএল এবং কোহলি ভালো ব্যাটিং করেছে, তারা দুর্দান্ত খেলেছে, তাদের পারফরম্যান্সে আমরা খুশি। ওই ম্যাচটি আমাদের জন্য ভাল ছিল, আশা করি আজকেও আমরা সেটার পুনরাবৃত্তি ঘটাতে পারব এবং গতি ধরে রাখতে পারব। অশ্বিন খেলছেন না, শার্দুল ঠাকুর তার বদলে খেলবেন,’’ টসের পরে রোহিত শর্মা বলেন।

আফগানিস্তান (প্রথম একাদশ): হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক, ফজল হক ফারুকী।

ভারত (প্রথম একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments