অলস্পোর্ট ডেস্ক: শেষ ম্যাচেও বাঁচল না মান। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে লজ্জার টেস্ট সিরিজ হারের তালিকায় শীর্ষে থাকবে এই সিরিজ। ভারতকে সিরিজে ০-৩ হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতের দৌঁড়কে বড় ধাক্কা দিল কিউইরা। দুই ইনিংস খেলেও তিন দিনেই শেষ ম্যাচ। তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১৭১-৯-এ থেমেছিল নিউজিল্যান্ড। যা দেখে মনে হয়েছিল এই ম্যাচ ভারত জিতে কিছুটা হলেও সম্মান ফেরাতে পারে। কিন্তু সেগুড়ে বালি। মাত্র ২৯ ওভারে যেভাবে ভারতীয় ব্যাটিং অসহায় আত্মসমর্পন করল তা দেখে অতি বড় আশাবাদীও আগামী কয়েকটি ম্যাচে ভারতের উপর আস্থা রাখার আগে হাজারবার ভাববে।
তৃতীয় দিন ১৭১-৯ নিয়ে ব্যাট করতে নেমে আর মাত্র তিন রানই যোগ করতে পেরেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এদিকে প্রথম ইনিংসে একটু হলেও কিছুটা এগিয়ে থেমেছিল ভারত। ২৬৩ রান করেন গিল, পন্থের ব্যাটিংয়ের সাহায্যে। কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটাও করতে ব্যর্থ তারা। মাত্র ১২১ রানে অলআউট হয়ে ২৫ রানে হেরে যেতে হল ভারতকে। দুই ইনিংসে ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আজাজ প্যাটেল। সিরিজের সেরা উইল ইয়ং। তাঁর মোট রান ২৪৪।
এই সিরিজে ভারতের সাফল্য লেখা থাকবে ব্যক্তিগত স্তরে। যেমন এই ম্যাচে ১০ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা। এছাড়া দ্বিতীয় টেস্টে বল হাতে দাপট দেখিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে, যে পিচে মুখ থুবড়ে পড়ছেন ভারতের অভিজ্ঞ ব্যাটাররা সেখানেই ৯০ রানের ইনিংস খেলেন শুভমান গিল। প্রথম ইনিংসে ৬০ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ৬৪ রানের ইনিংস খেললেন ঋষভ পন্থ। ভারতের প্রাপ্তি বলতে এটুকুই। এছাড়া আর কেউই ১৫ রানের গণ্ডি পার করতে পারলেন না।
ভারতের দ্বিতীয় ইনিংসে রানের খতিয়ান লজ্জায় মুখ ঢাকার মতোই। যশস্বী জয়সওয়াল ৫, রোহিত শর্মা ১১, শুভমান গিল ১, বিরাট কোহলি ১, সরফরাজ খান ১, রবীন্দ্র জাডেজা ৬, ওয়াশিংটন সুন্দর ১২, রবিচন্দ্রন অশ্বিন ৮, আকাশদীপ ০ রানে আউট হন। আজাজ প্যাটেলের ৬ উইকেট ছাড়াও তিন উইকেট নেন গ্লেন ফিলিপস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার