অলস্পোর্ট ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচের দাপট উধাও দ্বিতীয় ম্যাচেই। সূর্যকুমার অ্যান্ড ব্রিগেড সেই ম্যাচে ২০৩ রানের ইনিংস খেলেছিল। সঙ্গে ছিল সঞ্জু স্যামসনের একটি অসাধারণ সেঞ্চুরি। কিন্তু একদিনের ব্যবধানেই ভারতীয় ব্যাটিং রীতিমতো ধাক্কা খেল সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই। রবিবার টস জিতে প্রথমে ভারতকেই ব্যাট করতে পাঠিয়েছিল আয়োজক দেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রানে থামে ভারত। জবাবে ব্যাট করতে নেমে তিন উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রায় একা হাতেই প্রতিপক্ষের রানকে প্রায় আটকে দিয়েছিলেন বরুণ চক্রবর্থী। এই ম্যাচের নায়ক হতে পারতেন তিনিই। প্রথম ম্যাচ সঞ্জু স্যামসনের হলে এই ম্যাচ বরুণ চক্রবর্থীর নামে লেখা হতে পারত কিন্তু বাকি বোলারদের ব্যর্থতায় সেটা হল না। বরং নায়ক হয়ে গেলেন ত্রিস্তান স্তাবস। সিরিজ এখন ১-১।
এদিন শুরুতেই জোড় ধাক্কা খায় ভারতীয় ব্যাটিং। গত ম্যাচে সেঞ্চুরি করা সঞ্জু এদিন রানের খাতাই খুলতে পারেননি। ওপেন করতে নেমে মাত্র তিন বল খেলে ফিরে যান প্যাভেলিয়নে। আর এক ওপেনার অভিষেক শর্মা প্রথম দিনের পর দ্বিতীয় দিনও ব্যর্থ। মাত্র ৪ রানই করতে পারেন তিনি। তিন নম্বরে অধিনাযখ সূর্যকুমার যাদবও ব্যক্তিগত ৪ রান করে ফিরে যান প্যাভেলিয়নে। শূন্য রানে দলগত এক, পাঁচ রানে দুই এবং ১৫ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটিং। এখান থেকে দলকে কিছুটা চাঙ্গা করার চেষ্টা করেন তিলক ভর্মা, অক্ষর প্যাটেল ও হার্দিক পাণ্ড্যে।
চার ও পাঁচ নম্বরে নেমে তিলক ও অক্ষর দলকে কিছুটা আস্থা দেন। যদিও খুব বড় রানে পৌঁছতে পারেননি কেউই। তিলক ভর্মা ২০ ও অক্ষর প্যাটেল ২৭ রান ইনিংস খেলে আউট হন। এর পর শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন ছয় নম্বরে নামা হার্দিক। যদিও ৪৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি। রিঙ্কু সিং আউট হন ৯ রান করে। ৭ রানে অপরাজিত থাকেন অর্শদীপ সিং। ২০ ওভারে ১২৪-৬-এ থামে ভারত।
দক্ষিণ আফ্রিকার হয়ে একটি করে উিকেট নেন মার্কো জানসেন, জেরাল্ড কোয়েতজে, আন্দিল সিমেলেন, আইদেন মারক্রাম ও নাবায়োমজি পিটার। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভারতের থেকে বালই করেছিল প্রোটিয়ারা। দুই ওপেনার রিয়াল রিকলেটন ১৩ ও রেজা হেনরিকস ২৪ রানের ইনিংস খেলেন। অধিনায়ক মারক্রাম ৩, মার্কো জানসেন ৭, এনরিক ক্লাসেন ২, ডেভিড মিলার ০, আনদিল সিমেলেন ৭ রানে আউট হন। ত্রিস্তান স্তাবস অনেকটা সময় লড়াই করেন। ৪১ বলে ৪৭ রান করে অপরাজিত থেকে শেষটাও করেন তিনি। ৯ বলে ১৯ রানে অপরাজিত থেকে। যোগ্য সঙ্গত কোয়েতজের।
ভারতীয় ব্যাটিং ব্যর্থতা একাই ঢেকে দেন বোলার বরুন চক্রবর্থী। শুরুটা অবশ্য করে দিয়েছিলেন অর্শদীপ সিং। শুরুতেই উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ধাক্কা দিয়েছিলেন তিনি। কিন্তু তার পর পুরো দায়িত্বটাই তুলে নেন বরুণ। ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। এক উইকেট আসে রবি বিষ্ণোইয়ের ঝুলিতে। ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। পর পর বাউন্ডারি হাঁকিয়ে কাজ শেষ করেন ত্রিস্তান স্তাবস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার