অলস্পোর্ট ডেস্ক: প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হতাশ করল ভারতের ব্যাটিং। সঙ্গে শ্রীলঙ্কার দুরন্ত বোলিংকেও কৃতিত্ব দিতে হবে। পাশাপাশি অসাধারণ দুটো ক্যাচ যা ম্যাচের মোর ঘোরানোর জন্য বড় ভূমিকা নিল। সব মিলে কলম্বোয় দ্বিতীয় একদিনের ম্যাচে দাপট দেখাল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে জয় হেলায় হারিয়েছিল ভারত। শেষ মুহূর্তে ম্যাচ ড্র হয় যা সহজেই জিতে নেওয়া যেত। সেই এক রানই করতে ব্যর্থ হন দলের তারকা হয়ে ওঠা বোলার অর্শদীপ সিং। যা ভারতের জন্য হতাশার। তাই দ্বিতীয় ম্যাচ ছিল ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ২৪০-৯-এ থামে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ২০৮ রান করে অল আউট হয়ে যায় ভারত। ৩২ রানে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। সিরিজ ড্র রাখতে শেষ ম্যাচ মাস্ট উইন রোহিতদের জন্য।
এদিন শ্রীলঙ্কার ব্যাট হাতে শুরুটা ভাল না হলেও পরে দলগত লড়াইয়ে ভারতের সামনে বড় রানের চ্যালেঞ্জ রাখতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিসাঙ্কা কোনও রান না করেই ফিরে যান প্যাভেলিয়নে। এর পর আর এক ওপেনার অভিষ্কা ফার্নান্ডোর সঙ্গে দলের ব্যাটিংয়ের হাল ধরেন কুসল মেন্ডিস। দু’জনে দলের রানকে ০ রানে এক উইকেট থেকে ৭৪ রানে নিয়ে যান। অভিষ্কা ৪০ ও কুসল ৩০ রান করে আউট হন। এর পর সাদিরা সামারাবিক্রমা ১৪, অধিনায়ক চরিথ আসালাঙ্কা ২৫, জানিথ লিয়ানেজ ১২, দুনিথ ওয়েলালজ ৩৯, কামিন্দু মেন্ডিস ৪০ ও আকিলা ধনঞ্জয় ১৫ রান করে আউট হয়ে যান।
ভারতের হয়ে তিন উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। দুই উইকেট নেন কুদীপ যাদব। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেলের। ভাররতীয় দলে ক্রমশ রবীন্দ্র জাডেজার জায়গাটা নিজের কাঁধে তুলে নিচ্ছেন অক্ষর প্যাটেল। বল হাতে উইকেট পাচ্ছেন আবার কঠিন সময়ে ব্যাট করতে এসে দলকে রান করেও ভরসা দিচ্ছেন। যে পিচে শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, বিরাট কোহলি, শিবম দুবেরা ব্যর্থ হচ্ছেন সেখানেই বিগ শট খেলে দলের রানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এদিনও তাঁকে সেটাই করতে দেখা গেল।
প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৪ বলে পাঁচটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৪ রানের ইনিংস খেললেন তিনি। আউট হলেন নিসাঙ্কার অসাধারণ ক্যাচে। ওপেনার শুভমান গিলও ফিরলেন ৩৫ রানে। তাঁর আউটের পিছনেও রয়েছে মেনডিসের অনবদ্য ক্যাচ। তিন নম্বরে নেমে একবার রিভিউ নিয়ে এলবিডব্লু আউট থেকে বাঁচলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি বিরাট কোহলি। মাত্র ১৪ রান করে সেই এলবিডব্লু হয়েই ফিরতে হয় তাঁকে।
শিবম দুবে রানের খাতাই খুলতে পারেননি। ততক্ষণে অবশ্য মাঠে নেমে পড়েছেন অক্ষর প্যাটেল। উল্টোদিকে তখন পর পর প্যাভেলিয়নে ফিরছেন ভারতের নামী সব ব্যাটাররা। অনেকদিন পর জাতীয় দলের নির্বাসন কাটিয়ে ফেরার সুযোগকে এখনও কাজে লাগাতে পারেননি কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও ব্যর্থ তিনি। করলেন মাত্র ৭ রান। কেএল রাহুল তো রানের খাতাই খুলতে পারলেন না। দু’জনে নামলেন ছয় ও সাত নম্বরে, যেটা তাঁদের জায়গা নয়। কিন্তু দলে ফিরে নিজের জায়গা পাকা করার এটাই সুযোগ ছিল দু’জনের সামনে।
এর পর অক্ষরকে যোগ্য সঙ্গত ওয়াশিংটন সুন্দরের। কিন্তু ৪৪ বলে ৪৪ রান করে বোলার আসালাঙ্কার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন অক্ষর। যা ভারতের লড়াইকে আবারও কঠিন করে দেয়। ওয়াশিংটনও ফেরেন ১৫ রানে। হাতে বল থাকলেও উইকেট ছিল না ভারতের যাঁরা জিতিয়ে দিতে পারেন। ১৯০ রানে যখন ভারতের অষ্টম উইকেট পড়ে তখনও ভারতের হাতে ছিল ৮৪ বল আর জিততে হলে ভারতকে করতে হতো ৫১ রান। কিন্তু তা করতে ব্যর্থ দলের লোয়ার অর্ডার। মহম্মদ সিরাজ ৪ ও অর্শদীপ সিং ৩ রান করে রান আউট হতেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ৭ রানে অপরাজিত থাকেন কুলদীপ যাদব। এদিন পাঁচজন এলবিডব্লু আউট হলেন ভারতের। শ্রীলঙ্কার হয়ে বল হাতে একাই ভারতকে চাপে ফেলে দেন জেফরি ভ্যানডারসে। ১০ ওভার বল করে মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট চরিথ আসালাঙ্কার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার