অলস্পোর্ট ডেস্ক: শুভমান গিলের নেতৃত্বে ভারতের জিম্বাবোয়ে সফরের শুরুটা খুব আশানুরূপ হল না। বোলাররা ভরসা দিলেও হতাশ করল দলের টপ অর্ডার। এদিন ভারতের জার্সিতে তিন জনের অভিষেক হয়ে গেল। তার মধ্যে রয়েছেন অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুড়েল। শনিবার হারারেতে টস জিতে প্রথমে হোম টিমকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক গিল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানই তুলতে পারে জিম্বাবোয়ে। মনে করা হয়েছিল সহজেই এই লক্ষ্যে পৌঁছে যেতে পারবে ভারতীয় দল কিন্তু তেমনটা হল না। জিম্বাবোয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করল শুভমান ভারতীয় দল। ১৩ রানে হার দিয়ে সিরিজ শুরু করল ভারত।
জিম্বাবোয়ের হয়ে ওয়েসলি ২১, ইনোসেন্ট ০, ব্রায়ান বেনেট ২২, সিকান্দর রাজা ১৭, ডিয়ন মেয়ার্স ২৩, জনাথন ০, ওয়েলিংটন ০, লুক ১, ব্লেসিং ০ রান করে আউট হন। ২৯ রান করে অপরাজিত থাকেন ক্লাইভ মাদানদে। ভারতীয় বোলারদের দাপটে বড় রানে পৌঁছতে পারেনি ক্যারিবিয়ানরা। ভারতের হয়ে বল হাতে সফল রবি বিষ্ণোই। চার উইকে তুলে নেন তিনি। দুই উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন মুকেশ কুমার ও আভেশ খান। কিন্তু বোলারদের দেখানো পথে হাঁটতে পারল না ব্যাটাররা।
শুরু থেকেই প্রতিপক্ষ বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় ভারতীয় ব্যাটারদের। এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক শুভমান গিল ও অভিষেক শর্মা। চার বল খেলে কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরে যান অভিষেক। তিন নম্বরে নেমে রুতুরাজ গায়কোয়াড়ের অবদান মাত্র ৭ রান। রিয়ান পরাগ ২ ও রিঙ্কু সিং রানের খাতা না খুলেই বিদায় নেন। প্রথম থেকে একাই দলের ব্যাটিংয়ের হাল ধরে রাখার চেষ্টা করে যান শুভমান।
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ৬ ওভারে মাত্র ২৮ রানে চার উইকেট হারিয়ে বসে ভারত। ধ্রুব জুড়েলের আউট বাঁচিয়ে দেয় সঠিক সময়ে শুভমান গিলের রিভিউ। এখান থেকে দলকে উদ্ধার করা সহজ ছিল না নবাগত অধিনায়কের পক্ষে। টি২০ বিশ্বকাপের পর এই ফর্ম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজার মতো অভিজ্ঞ প্লেয়াররা। বিরাট ফাইনালের মঞ্চ থেকেই বলেছিলেন এখন পরের প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। তবে এই সিরিজের প্রথম ম্যাচ বোঝাল আইপিএল-এ ভাল খেলা আর আন্তর্জাতিক পর্যায়ে ভাল খেলার মধ্যে পার্থক্য রয়েছে।
এই দলের প্রায় সকলেই আইপিএল-এর স্টার। রিঙ্কু সিং যদিও এই মরসুমে তেমনভাবে খেলার সুযোগই পাননি। শেষ মুহূর্তে যা পেয়েছেন তা কাজে লাগাতে পারেননি। টি২০ বিশ্বকাপেও দলের সঙ্গে গিয়ে বাইরেই বসে থাকতে হয়েছে পুরো সময়টা। আইপিএল থেকে বিশ্বকাপ, বড় ধাক্কা খেয়েছে তাঁর আত্মবিশ্বাস। তাঁর মতো ট্যালেন্ট ভারতীয় টি২০ দলে গুরুত্বপূর্ণ। তাঁকে ফেরানোর দায়িত্ব টিম ম্যানেজমেন্টের।
এর মধ্যেই হতাশ করলেন ধ্রুব জুড়েলও। মাত্র ৬ রান করে ফিরে গেলেন প্যাভেলিয়নে। অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ৩১ রানে আউট হলেন শুভমান গিল। রবি বিষ্ণোই ফেরেন ৯ রানে। আভেশ খান ১৬, মুকেশ কুমার ০ রান করে আউট হন। শেষ বেলায় কিছুটা চেষ্টা করেন ওয়াশিংটন সুন্দর। তিনি ২৭ রানে আউট হন এক বল বাকি থাকতে। শেষ ওভারে ১৬ রান দরকার ছিল ভারতের। এক বল বাকি থাকতে ১০২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন সিকান্দর রাজা ও টেন্ডাই চাতারা। একটি করে উইকেট নেন ব্রায়ান বেনেট, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি ও লুক জঙ্গো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার