অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট পাঁচ দিনে পৌঁছালো। প্রথম টেস্ট আড়াই দিনে শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে লড়াই দিয়ে ম্যাচকে পঞ্চম দিনে নিয়ে গেল ক্যারিবিয়ানরা। এই টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। অধিনায়ক হিসেবে শুভমানের প্রথম টস জয় নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। প্রথমে ব্যাট করতে নেমে আবার ভারতের ব্যাটাররা বিধ্বংসী হয়ে উঠেছিলেন। যার ফল আবার জোড়া সেঞ্চুরি এল ভারতের প্রথম ইনিংসে। ওপেনার যশস্বী জয়সওয়ালের ১৭৫ রানের দুরন্ত ইনিংস ও শুভমান গিলের অপরাজিত ১২৯ রানের সৌজন্যে ভারতের রান প্রথম ইনিংসেই ৫ উইকেটে ৫১৮-তে পৌঁছে যাওয়ার পর ইনিংস ঘোষণা করে ভারত। তবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৮ রানে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যাওয়ার পর ফলোঅন করায় ভারত। যা প্রায় বুমেরাং হয়ে গিয়েছিল ভারতের।
প্রথম ইনিংসে যশস্বী ও শুভমানের রান ছাড়াও কেএল রাহুল ৩৮, সাই সুদর্শন ৮৭, নীতিশ কুমার রেড্ডি ৪৩ ও ধ্রুব জুরেল ৪৪ রানে আউট হন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোমেল ওয়ারিকান ৩ ও রোস্টন চেস ১ উইকেট নেন। যশস্বীর রান আউট ছিল বিতর্কে ঘেরা। তবে বিতর্কের কেন্দ্রে প্রতিপক্ষ বা আম্পায়ার নন বরং স্বয়ং ভারত অধিনায়ক শুভমান গিল। যার ফলে অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া করেন যশস্বী।
জবাবে ব্যাট করতে নেমে ২৪৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যালিক আথানেজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রান। ভারতের হয়ে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে জোড় ধাক্কা দেন কুলদীপ যাদব। ৩ উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। ফলোঅনে ব্যাট করতে নেমে একটা সময় ভারতের জন্য বড় চাপ তৈরি করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল ১১৫ রানের ইনিংস খেলে প্রথমেই ভিতটা তৈরি করে দিয়েছিলেন। তবে আর এক ওপেনার চন্দরপল ১০ ও তিন নম্বরে নামা অ্যালিক ৭ রান করে আউট হয়ে যাওয়ার পর চার নম্বরে নেমে শাই হোপ ১০৩ রানের ইনিংস খেলে দলের রানকে বড় জায়গায় নিয়ে যান। এর পর বড় রান ছিল জাস্টিন গ্রিভসের অপরাজিত ৫০ ও রোস্টন চেসের ৪০। যা একটা সময় ভারতের বোলিং ডিপার্টমেন্টকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। তবে পরের দিকে ম্যাচের দখল আবার ফিরে পায় ভারত।
ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। ২ উইকেট নেন মহম্মদ সিরাজ ও একটি করে উইকেট নেন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেওয়ার সঙ্গেই ২০২৫-এ সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডে জায়গা করে নিলেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারত দিনের শেষে ৬৩-১। যশস্বী ৮ রান করে আউট হয়ে যাওয়ার পর কেএল রাহুল ২৫ ও সাই সুদর্শন ৩০ রান করে অপরাজিত রয়েছেন। জিততে হলে ভারতকে করতে হবে ৫৮ রান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার





