অলস্পোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ের ধারা ধরে রেখে ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে ৪৬.২ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১.৪ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে নেয় ভারতের ছেলেরা। এই ভারতীয় দলের পারফর্মেন্স ভারতীয় ক্রিকেটের জন্য আশাব্যঞ্জক তো বটেই। কারণ এর থেকেই স্পষ্ট পরবর্তী প্রজন্ম তৈরি ভারতীয় ক্রিকেটের হাল ধরতে। ম্যাচের সেরা হয়েছেন বৈভব সূর্যবংশী। সাত উইকেটে সেমিফাইনাল জিতে ট্রফি জয়ের জন্য এক ম্যাচের অপেক্ষা ভারতের সামনে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের। প্রথম তিন উইকেট পড়ে যায় মাত্র দলগত ৮ রানে। দুই ওপেনার দুলনিথ সিগেরা ২, পুলিন্দু পেরেপা ৬ রানে ফিরে যাওয়ার পর তিন নম্বরে ব্যাট করতে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন শারুজান শানমুগানাথান। চার নম্বরে ব্যাট করতে নেমে রানের থাকাই খুলতে পারেননি ভিমাথ দিনসারা। কিন্তু পাঁচ নম্বরে নামা লাকভিন আবেসিংঘে শারুজানের সঙ্গে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের হাল ধরেন। দু’জনে মিলে দলের রানকে ৮ থেকে ১০১-এ নিয়ে যান।
শারুজান ৪২ ও লাকভিন ৬৯ রান করে আউট হন। এর পর আর কেউ ভরসা দিতে পারেননি। কাভিজা গামাজে ১০, অধিনায়ক ভিহাস ১৪, ভিরান চামুদিথা ৮, প্রভাঈন মানেশা ৫, নিউটন রঞ্জিথকুমার ৫ রান করে আউট হন। ৪৬.২ ওভারে ১৭৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে চেতন শর্মা তিনটি উইকেট নেন। দুটো করে উইকেট নেন কিরণ চোরমালে ও আয়ুষ মাত্রে। একটি করে উইকেট নেনযুধাজিৎ গুহ ও হার্দিক রাজ।
এই ভারতীয় দলের জন্য ১৭৪ রানের লক্ষ্য যে সহজ ছিল তা শুরু থেকেই বোঝাতে শুরু করেন ক্রিকেটাররা। ওপেনিং জুটিতেই লেখা হয়ে গিয়েছিল ভারতের জয়ের কাহিনী। দুই ওপেনার আয়ুষ মাত্রে ৩৪ ও বৈভব সূর্যবংশী ৬৭ রান করে আউট হন। ওপেনিং জুটিতে আসে ৯১ রান। এর পর বাকি কাজ করে দেন আন্দ্রে সিদ্ধার্থ ২২ রান করে আউট হওয়ার পর, মহম্মদ আমন ২৫ ও কেপি কার্থিকেয়া ১১ রান করে অপরাজিত থাকেন। ১৭০ বল বাকি থাকতেই ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৭৫ রান তুলে নেয় ভারত। এবার সামনে ফাইনাল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার