অলস্পোর্ট ডেস্ক: কঠিন সময়েই বড় দুটো ইভেন্টের দল নির্বাচনে বসতে হচ্ছে ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের নির্বাচকদের। সামনেই রয়েছে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ। তার পর চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। কারণ সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবি হয়েছে ভারতীয় দলের। সে কারণে দলকে দেখে নিতে এই ইংল্যান্ড সিরিজ খুবই জরুরী। তার মধ্যে যশপ্রীত বুমরাহর চোট চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। তাঁকে যে ইংল্যান্ড সিরিজে পাওয়া যাবে না তা নিয়ে কোনও সংশয় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই তাঁকে বিশ্রাম দেওয়া হবে স্বাভাবিকভাবেই। এই পরিস্থিতিতে মহম্মদ শামি এবং কুলদীপ যাদবের মতো কিছু সময়ের জন্য খেলার বাইরে থাকা অন্যান্য খেলোয়াড়দেরও সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
ব্যাটারদের মধ্যে, যশস্বী জয়সওয়াল ভারতের ওডিআই দলেও অন্তর্ভুক্ত হতে চলেছেন, এবং ৫০ ওভারের পাশাপাশি টি-টোয়েন্টি রোস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধেও দেখা যাবে তাঁকে। জয়সওয়ালকে অবশ্য নির্বাচকরা ব্যাকআপ ওপেনার হিসেবে নিচ্ছেন বলে জানা গিয়েছে।
শুভমান গিলের পাশাপাশি ওপেন করবেন রোহিত শর্মা। তাদের পর বিরাট কোহলি এবং শ্রেয়াস আইয়ার যথাক্রমে ৩ ও ৪ নম্বরে ব্যাট করবেন। কেএল রাহুল এবং ঋষভ পন্থ এই মুহূর্তে উইকেট-রক্ষকের স্লটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন কারণ সঞ্জু স্যামসন এই লড়াইয়ে শক্তিশালী প্রতিযোগী নন। রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব স্পিন ত্রয়ীর তিন মুখ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ওয়াশিংটন সুন্দরকেও অজিত আগরকার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল দলে রাখবে বলে আশা করা হচ্ছে।
হার্দিক পাণ্ড্যেও তালিকায় যুক্ত হতে চলেছেন যদিও মেগা ইভেন্টের জন্য নীতীশ কুমার রেড্ডি সম্পর্কে খুব বেশি নিশ্চিয়তা পাওয়া যায়নি। বরুণ চক্রবর্তী অন্য একজন স্পিনার যিনি নির্বাচকদের র্যাডারে রয়েছেন, কিন্তু ৫০ ওভারের ফর্ম্যাটের সঙ্গে যোগ্যতা এখনও প্রমাণিত হয়নি।
ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হবে বলে মনে করা হচ্ছে তবে একই দলের বিপক্ষে ওয়ানডে অ্যাসাইনমেন্টের জন্য দলের তালিকায় তাঁর নাম পাওয়া যেতে পারে। আর্শদীপ সিংয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও তাঁকে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার