অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার পুনেতে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন দেখা গেল। সব থেকে বড় পরিবর্তন, শুভমান গিল ভারতের প্রথম একাদশে ফিরলেন। গত সপ্তাহে বেঙ্গালুরুতে সিরিজের উদ্বোধনী ম্যাচে আট উইকেটে হারের পর দলে তিনটি বড় পরিবর্তন করেছে আয়োজক দল ভারত। গিল ঘাড়ে স্টিফনেসের কারণে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি তবে প্রধান কোচ গৌতম গম্ভীর দ্বিতীয় টেস্টের আগে নিশ্চিত করেছিলেন যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। গিলকে দলে ঢোকাতে ফর্মে না থাকা কেএল রাহুলকে বাইরে রাখা হয়েছে। এছাড়া মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবকেও বাদ দেওয়া হয়েছে। কুলদীপ ও সিরাজের পরিবর্তে একাদশে এসেছেন আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর।
এদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম একাদশে একটি পরিবর্তন করেছে এবং আহত পেসার ম্যাট হেনরির জায়গায় বাঁহাতি স্পিনার মিচেল সাঁতনারকে দলে এনেছে।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। ভারত অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেছেন যে তিনি পুনেতে প্রথমে ব্যাট করতে পছন্দ করতেন। কিন্তু টস হেরে যাওয়ায় প্রথমে ফিল্ডিং করতে বাধ্য হচ্ছে ভারত।
“আমিও শুরুতে ব্যাটিং করতাম। পিচ যাই হোক না কেন আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। অনেক ইতিবাচক থাকতে হবে। খেলার পরিস্থিতি যাই হোক না কেন, আপনি সবসময় চেষ্টা করবেন এবং খেলায় ফিরে আসবেন। আমরা সেটাই করেছি। শেষ পর্যন্ত, বোর্ডে খুব বেশি রান ছিল না। পিচ শুকনো হয়ে গিয়েছিল। আমরা বুঝতে পারি যে প্রথম ১০-১৫ ওভার কতটা গুরুত্বপূর্ণ। আমরা আজ দলে তিনটি পরিবর্তন করেছি।’’
ভারতীয় একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সরফরাজ খান, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরাহ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার