অলস্পোর্ট ডেস্ক: ঘোষণা হয়ে গেল ভারতের টি২০ বিশ্বকাপ ২০২৪-এর দল। যাঁকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছিল সেই হার্দিক পাণ্ড্যেকেই করে দেওয়া হল রোহিত শর্মার ডেপুটি। প্রাথমিকভাবে তাঁর দলে জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ বিশ্বকাপের মাঝে চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর তিনি আবার ফেরেন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে। সঙ্গে ফেরে বিতর্ক। কিন্তু সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও নিজের সেরা ফর্ম দেখাতে পারেননি তিনি। তবে তাঁকে বাদ দিয়ে যে দল করার কথা ভাববেন না নির্বাচকরা তা জানাই ছিল। এদিকে দলে জায়গা হল না লোকেশ রাহুলের। আইপিএল-এ অসাধারণ পারফর্মেন্সের জন্য দ্বিতীয় উইকেট কিপার হিসেবে দলে জায়গা করে নিলেন সঞ্জু স্যামসন। দলে ফিরলেন যুজবেন্দ্র চাহালও। আইপিএল-এ তিনি সফলতম বোলারদের মধ্যে অন্যতম।
দুর্ঘটনার পর দারুণফভাবে ফিরে এসেছেন উইকেট কিপার ঋষভ পন্থ। আইপিএল-এর শুরু থেকেই নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে সফল তিনি। ফিটনেসের পাশাপাশি ফিরে পেয়েছেন ফর্মও। তাই তিনিই যে তদলের এক নম্বর উইকেট কিপার হিসেবে খেলার সুযোগ পাবেন তা নিয়ে কোনও সংশয় নেই। তবে সঞ্জু স্যামসনকে দলে ফিরিয়ে বিশেষ বার্তা দিল বিসিসিআই। আইপিএল-এর সফলতম উইকেটকিপার-ব্যাটসম্যান এবং অধিনায়ক সঞ্জু। তাঁকে নিতে কেএল রাহুলকে বসাতে দ্বিধা করেনি বোর্ড।
শুভমান গিল, রিঙ্কু সিং, আভেশ খান এবং খলিল আহমেদের নাম রাখা হয়েছে রিজার্ভে। যেভাবে দল বেছে নিয়েছেন নির্বাচকরা তাতে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে যশস্বী জয়সওয়ালকে। আইপিএল-এ ওপেন করার সুবাদে টি২০ বিশ্বকাপেও ওপেন করানো হতে পারে বিরাট কোহলিকেও। মিডল অর্ডারে সূর্যকুমার, শিবম দুবে, হার্দিক, পন্থের উপর ভরসা রাখবে দল। দলে অক্ষর প্যাটেলের মতো অলরাউন্ডার থাকায় ব্যাটিং ও বোলিংয়ের শক্তি বাড়বে।
চতুর্থ দেশ হিসেবে টি২০ বিশ্বকাপ ২০২৪ দল ঘোষণা করল ভারত। এর আগে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে।
ভারতের টি২০ বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেট কিপার), সঞ্জু স্যামসন (উইকেট কিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
রিজার্ভ— শুভমান গিল, রিঙ্কু সিং, আভেশ খান এবং খলিল আহমেদ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার