অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে হতাশাজনক ওডিআই সিরিজের পর, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সামনে এখন কঠিন টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নেওয়ার পালা, এছাড়াও লাল বলের ক্রিকেটে প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীরের কার্যকালের শুরু। গম্ভীর ঘরোয়া লাল বলের ক্রিকেটের গুরুত্ব এবং তিনি টেস্ট মরসুম শুরুর আগে ভারতীয় জাতীয় দলের খেলোয়াড়দের জন্য কিছু ভাবনা চিন্তা করছেন। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে গম্ভীর শুভমান গিল, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজার পাশাপাশি রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো সিনিয়রদের দলীপ ট্রফিতে অংশগ্রহণের বিষয়ে আগ্রহী।
একটি প্রতিবেদন অনুযায়ী শুভমান গিল, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবের মতো ভারতের তারকা খেলোয়াড়দের দলীপ ট্রফিতে খেলতে বলা হয়েছে। একমাত্র ব্যক্তি যিনি ব্যতিক্রম তিনি হলেন পেসার যশপ্রীত বুমরাহ। ‘কাজের চাপ’ ব্যবস্থাপনার অংশ হিসেবে তাঁকে ক্রিকেট অ্যাসাইনমেন্ট থেকে দীর্ঘ বিরতি দেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দলীপ ট্রফি স্কোয়াড বাছাই্ প্রসঙ্গে বলা হয়েছে যে কোহলি এবং রোহিতের নামও তালিকায় রাখা হয়েছে। দলীপ ট্রফির জন্য ঈশান কিষাণকেও নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ তারকাদের সম্মতি পাওয়ার সম্ভাবনা কম।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পরবর্তী টেস্ট অ্যাসাইনমেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। দলীপ ট্রফির অভিযান শুরু হবে ০৫ সেপ্টেম্বর। নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচের জন্যও বুমরাহকে ভারতের টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি কারণ ভারতের ১০টি ম্যাচ খেলার কথা রয়েছে। আগামী ৪ মাসের মধ্যে ৫টি টেস্ট ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
নির্বাচকরা বুমরাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে তবে মহম্মদ শামি গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে থাকায় দলে জায়গা পাবেন বলে আশা করা হচ্ছে দুলীপ ট্রফি ফরম্যাট।
অজিত আগরকরের প্যানেল টুর্নামেন্টের জন্য চারটি স্কোয়াড – ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ইন্ডিয়া ডি – বেছে নেবে। পুরানো জোনাল ফর্ম্যাট বাদ দেওয়া হয়েছে। ম্যাচগুলো হবে অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে। বিসিসিআই বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে এক রাউন্ড রাখার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার