অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপ ২০২৪-এর সুপার আটে সব ম্যাচ জিতেই পৌঁছে ছিল ভারত। কিন্তু চিন্তায় রেখেছিল ভারতের ব্যাটিং। যার ঝলক দেখা গেল সুপার আটের প্রথম ম্যাচেও। বৃহস্পতিবার ব্রিজটাউনে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিলেন রোহিত, বিরাটরা। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮১-৮-এ থামে ভারত। কিন্তু এদিনও হতাশ করল ভারতের টপ অর্ডার। বিশেষ করে দলের দুই সিনিয়র তারকা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩৪ রানই তুলতে পারে আফগানিস্তান। ৪৭ রানে সুপার আটের প্রথম ম্যাচ জিতে নেয় ভারত।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ব্যাটে রান এল না বিরাট কোহলির। তাও গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও তাঁকেই ওপেন করানোর সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট। যশস্বী জয়সওয়ালের মতো নবাগত প্রতিভাকে হয়তো এই বিশ্বকাপে বাইরে বসেই কাটাতে হবে। এদিন ২৪ বলে ২৪ রান করলেন বিরাট। অন্যদিকে আবারও ব্যর্থ রোহিতের ব্যাট। মাত্র আট রান করে ফিরলেন তিনি। ২০ রান করলেন ঋষভ পন্থ।
ভাগ্যিস চার ও ছয় নম্বরে নেমে ভারতের রানকে ভদ্রস্থ জায়গায় নিয়ে গেলেন সূর্য কুমার যাদব ও হার্দিক পাণ্ড্যে। ২৮ বলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৩ রান করলেন। তাঁর ব্যাটিং দেখলে একটাই প্রশ্ন মনে আসতে বাধ্য। আর তাই হল যে পিচে এইভাবে ব্যাট করতে পারে সূর্য সেখানে বিরাট, রোহিতরা কেন ব্যর্থ। ২৪ বলে ৩২ রান করে সূর্যকে যোগ্য সঙ্গত সার্জিকেল। মাঝে যদিও ১০ রানে ফিরলেন শিবম দুবে। তাঁকে টানা খেলানো নিয়েও সমালোচনার মুখে পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এছাড়া রবীন্দ্র জাদেজা ৭ ও অক্ষর প্যাটেল ১২ রান করে আউট হলেন। ২ রানে অপরাজিত থাকলেন আর্শদীপ।
আফগানিস্তানের হয়ে বল হাতে ভারতকে বেগ দিলেন রশিদ খান। চার ওভারে দিলেন মাত্র ২৬ রান আর তুলে নিলেন তিনি উইকেট। তিন উইকেট নিলেন ফজলহক ফারুকী। এক উইকেট নিলেন নবীন-উল-হক। ১৮২ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। দলের টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউই ভরসা দিতে পারেননি। রহমানুল্লাহ গুরবাজ ১১, হজরত উল্লাহ জজাই ২, ইব্রাহিম জার্দান ৮, গুরবাদিন নাইব ১৭, আজমতউল্লাহ ওমরজাই ২৬, নাজিবউল্লাহ জার্দান ১৯, মহম্মদ নবি ১৪, রশিদ খান ২, নবীন -উল-হক ০ রান করে আউট হয়ে যান।
নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে লড়াই থেকে পিছিয়ে পড়েন আফগানরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৩৪-এ থামে আফগানিস্তান। নুর আহমেদ ১২ তিন করে শেষ বলে আউট হন ও ফজলহক ফারুকী ৪ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে বল হাতে আবারও বাজিমাত যশপ্রীত বুমরাহর। একাই নেন তিনি উইকেট। চার ওভারে বল দেন মাত্র সাত রান। তিন উইকেট নেন আর্শদীপ সিংও। দুই উইকেট কুলদীপ যাদবের। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাডেজা।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেট কিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, যশপ্রীত বুমরাহ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার