অলস্পোর্ট ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। বুধবার শারজাহতে গ্রুপ-এর ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরব। প্রথমে ব্যাট করে ৪৪ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় ভারতের প্রতিপক্ষ দেশ। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ২০৩ রান বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৪-এৱ সেমিফাইনালে জায়গা করে নিল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহীর ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে মহম্মদ রায়ানের ব্যাট থেকে। তিনি ৩৫ রানের ইনিংস খেলেন। এছাড়া দুই ওপেনার আরিয়ান সাক্সেনা ৯, অক্ষত রাই ২৬, ইয়ায়িন রাই ০, এথান ডি’সুজা ১৭, আয়ান আফজল খান ৫, উদ্দিশ সুরি ১৬, নুরুল্লাহ আয়োবি ৯, মুদিত আগরওয়াল ৪, আলি আসগর ২ রানে আউট হন। ৭ রানে অপরাজিত থাকেন হর্ষ দেশাই।
ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সফল ভারতীয়রা। এদিন সংযুক্ত আরব আমিরশাহীকে দ্রুত গুটিয়ে দিতে কার্যকরী ভূমিকা পালন করেন বোলাররা। তিন উইকেট নেন যুধাজিৎ গুহ। দুটো করে উইকেট নেনচেতন শর্মা ও হার্দিক রাজ। একটি করে উইকেট নেন কেপি কার্তিকেয়া ও আয়ুশ মাত্রে।
১৩৮ রানের লক্ষ্যে নেমে কোনও উইকেট না হারিয়ে মাত্র ১৬.১ ওভারে জয়ের লক্ষ্য়ে পৌঁছে যায় ভারত। দলের দুই ওপেনার আয়ুশ মাত্রে ৫১ পবলে ৬৭ রান করেন, যা সাজানো ছিল চারটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি দিয়ে। আর এক ওপেনার বৈভব সূর্যবংশী ৪৬ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি ও ছ’টি ওভার বাউন্ডারি। তাঁর ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, ব্যাট হাতে সেই সব প্রশ্নের জবাব দিলেন ১৩ বছরের এক কোটির এই ক্রিকেটার। আরবের বোলারদের অকেজ দেখাল দুই ব্যাটারের সামনে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার