অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম অস্ট্রেলিয়া তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুড়েছে ভারত। তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। যার ফলে ভারতের সামনে ৩৫৩ রানের টার্গেট রাখল অস্ট্রেলিয়া। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ৩৫২-৭ রানে ইনিংস শেষ করে। জবাবে ব্যাট করতে নেমে ২৮৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। শেষ ম্যাচে হেরে ইতিহাস অধরাই থেকে গেল ভারতের।
এদিন ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ বড় রানের ভিত তৈরি করে দিয়েছিলেন। ওয়ার্নার ৩৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। মার্শের হাত থেকে অল্পের জন্য বেরিয়ে গেল সেঞ্চুরি। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি করতে পারলেন না। ৮৪ বলে ৯৬ রান করে আউট হলেন তিনি। তিন নম্বরে নেমে দুই ওপেনারের রানের মঞ্চে বাকি কাজ করে গেলেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশাগনে।
স্মিথের ব্যাট থেকে এল ৭৪ ও লাবুশাগনের রান ৭২ রান। চার টপ অর্ডারের দাপটই যথেষ্ট ছিল ভারতের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যমাত্রা রাখার জন্য। অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটার ছাড়া অ্যালেক্স ক্যারি ১১, গ্লেন ম্যাক্সওয়েল ৫, ক্যামেরন গ্রিন ৯ রান করে আইট হন। ১৯ রানে প্যাট কামিন্স ও ১ রানে মিচেল স্টৈআর্ক অপরাজিত থাকেন। ভারতের হয়ে তিনটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুই উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।
প্রথম দুই ম্যাচে বিশ্রামের পর শেষ ম্যাচে দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তার মধ্যে দলে নেই অনেকেই। কেউ অসুস্থ, কেউ বিশ্রামে আবার কেউ ব্যক্তিগত কারণে ছুটিতে। তার মধ্যেই মাত্র ১৩ জনকে নিয়ে এই ম্যাচ খেলতে নামতে হয়েছে ভারতকে। ওপেনার শুবমান গিল ফর্মের তুঙ্গে থাকলেও ভাইরাল ফিভারের জন্য তিনি এই ম্যাচে খেলতে পারছেন না। ভারতের পুরো উইনিং কম্বিনেশনটাই ভেঙে গিয়েছে এই ম্যাচে। এই অবস্থায় এদিন ভারতের হয়ে ব্যাট হাতে ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও ওয়াশিংটন সুন্দর। যদিও ১৮ রান করে আউট হয়ে যান সুন্দর।
শুরুতেই উইকেট হারিয়ে অবশ্য দমে যায়নি ভারতীয় ব্যাটিং। ওপেনার রোহিতের সঙ্গে তিন নম্বরে ব্যাট করতে নেমে ভারতকে ভাল জায়গায় পৌঁছে দেন বিরাট কোহলি। রোহিতের ব্যাট থেকে আসে ৮১ রান। বিরাট করেন ৫৬। চার নম্বরে নেমে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকেও আসে ৪৮ রান। অস্ট্রেলিয়ার মতো এদিন ভারতের টপ অর্ডারও ছিল দারুণ ফর্মে। কিন্তু তাও লক্ষ্যে পৌঁছানো হল না। সূর্য কুমার যাদব ৮, রবঈন্দ্র জাদেজা ৩৫, কুলদীপ যাদব ২, যশপ্রীত বুমরাহ ৫ ও মহম্মদ সিরাজ ১ রান করে আউট হন। ৪৯.৪ ওভারে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার





