অলস্পোর্ট ডেস্ক: রবিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর বহুল প্রতীক্ষিত ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হতে চলেছে। ভারত ও অস্ট্রেলিয়া, দুই ক্রিকেট পাওয়ার হাউসের মধ্যে এটি ১৫০তম ওয়ানডে ম্যাচ। দুই দলের মধ্যে অস্ট্রেলিয়ার কাছে আছে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ শিরোপা (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫) এবং ভারতের কাছে দু’টি (১৯৮৩ ও ২০১১)। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন-ম্যাচের সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ফলে, এবার ঘরের মাঠে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়াতে ভারতীয় দলের থেকে ম্যাচ জেতার আশা অনেকটাই বেশি।
তবে দলের গুরুত্বপূর্ণ ওপেনার ব্যাটসম্যান শুভমন গিলের ডেঙ্গু ধরা পড়ায়, এই ম্যাচে তাঁর খেলতে না পারার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। গিলের ম্যাচ মিস করা যেমন একটি বিশাল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেমনভাবেই চেন্নাইয়ের আবহাওয়া কতটা ভোগাতে পারে এদিনের ম্যাচকে সেটির উপরও আলোকপাত করা প্রয়োজনীয়। কারণ, গতকাল চেন্নাইয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের নির্ধারিত প্রস্তুতি ম্যাচগুলিও ভেস্তে গিয়েছিল।
অবশ্য অ্যাকুওয়েদারের মতে, রবিবার চেন্নাইয়ে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টি না হলেও খেলোয়াড়দের জন্য খানিক অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে এদিন কারণ, আপেক্ষিক আর্দ্রতা ৮২ শতাংশের কাছাকাছি থাকবে।
রবিবার চেন্নাইয়ের আবহাওয়া-
দুপুর ২টো: তাপমাত্রা – ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- নেই।
দুপুর ৩টে: তাপমাত্রা – ৩৩ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- নেই।
বিকেল ৪টে: তাপমাত্রা – ৩২ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- নেই।
বিকেল ৫টা: তাপমাত্রা – ৩১ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- নেই।
সন্ধ্যা ৬টা: তাপমাত্রা – ৩০ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- ১ শতাংশ।
সন্ধ্যা ৭টা: তাপমাত্রা – ৩০ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- ২ শতাংশ।
রাত ৮টা: তাপমাত্রা – ৩০ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- ২ শতাংশ।
রাত ৯টা: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- ২ শতাংশ।
রাত ১০টা: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- ২ শতাংশ।
রাত ১১টা: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা- ২ শতাংশ।
রবিবার চেন্নাইয়ে দিনের তাপমাত্রা থাকবে ৩২-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মতো। সারা দিন বাতাসের গতি থাকবে ১৩ থেকে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতি বেগ হতে পারে ২১ কিলোমিটার প্রতি ঘণ্টা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার