অলস্পোর্ট ডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে তিনটি সেঞ্চুরি হল ভারতের। উইকেট পেলেন বোলাররা কিন্তু এই ম্যাচ লেখা থাকবে দু’জনের নামে। এক অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন ও দুই ঋষভ পন্থ। আরও একটি নাম লেখা থাকবে এই টেস্টে, তিনি হলেন কোচ গৌতম গম্ভীর। রবিবার চেন্নাইয়ে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দিয়েছে ভারত। যার ফলে সিরিজেও এগিয়ে গিয়েছে। এই টেস্টের পয়েন্ট যোগ হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায়ও। যেখানে এই মুহূর্তে শীর্ষেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তবে এই টেস্ট এই তিন ভারতীয়ের তো বটেই।
কেন এই তিন জন বিশেষ এই টেস্টে?
অশ্বিনকে ভারতীয় টেস্ট দল ছাড়া তেমনভাবে গুরুত্ব দেওয়া হয় না। তবে তিনি যখনই টেস্ট দলে ফেরেন তখনই ব্যাটে, বলে নিজেকে প্রমান করে বার্তা দিয়ে রাখেন। এবারও সেটাই করলেন। প্রথম ইনিংসে যখন আট নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তখন রীতিমতো ধুকছে ভারতীয় ব্যাটি। টপ অর্ডার থেকে মিডল অর্ডার ততক্ষণে ধরাশায়ী। সেই সময় তিনি রবীন্দ্র জাডেজাকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে ১৪৪-৬ থেকে ৩৪৩-৭-এ নিয়ে যান এবং নিজের নামের পাশে লিখে নেন ১৩৩ বলে ১১৩ রান। দ্বিতীয় ইনিংসে তাঁকে ব্যাট করতে নামতেই হয়নি। তা বলে কি হাত-পা গুটিয়ে বসে থাকবেন? এবার ছিল বল হাতে নিজেকে প্রমান করার পালা কারণ তিনি প্রথম ইনিংসে উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে সেটাও করে ফেললেন, তবে এক, দুই নয় একাই শেষ করে দিলেন প্রতিপক্ষ ব্যাটিংকে ছয় উইকেট নিয়ে। স্বাভাবিকভাবে ম্যাচের সেরা তিনিই। আর এই ব্যাটে, বলে অসাধারণ সাফল্যের জন্যই এই ম্যাচ লেখা থাকবে তাঁর নামে।
দ্বিতীয় নাম অবশ্যই উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। যিনি মহেন্দ্র সিং ধোনির পর সব থেকে প্রতিভাবাণ উইকেটকিপার-ব্যাটার ভারতের। সে কারণে বার বার অসফল হলেও তাঁকে সুযোগ দিয়ে গিয়েছে বোর্ড। তিনি তার মর্যাদাও রেখেছেন। তবে এবারের পরিস্থিতিটা একদমই আলাদা। ২০২২-এর ডিসেম্বরের পর আর ভারতের জার্সিতে খেলতে পারেননি তিনি। তিনি যে খেলার মাঠে আবার ফিরতে পারবেন সেটাই দীর্ঘদিন বিশ্বাস করতে পারেননি অনেক বড় সমর্থকও। গাড়ি দুর্ঘটনায় তিনি যেভাবে আহত হয়েছিলেন তাতে তাঁর ক্রিকেটে ফেলা ছিল সংশয়ে ভরা। কিন্তু তিনি সবাইকে ভুল প্রমান করে গত মরসুমের আইপিএল-এ ফিরে ক্রিকেটে ফেরার বার্তা দিয়ে দিয়েছিলেন। এবার ফিরলেন ভারতীয় টেস্ট দলে। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের ইনিংস খেলে প্রত্যাবর্তন নথিভুক্ত করে ফেললেন। এই ফেরা শুধু ফেরা, এই ফেরা তাঁর জন্য আবেগের।
আর তৃতীয় হলেন গৌতম গম্ভীর। ভারতীয় সিনিয়র দলের কোচ হিসেবে প্রথম টেস্ট জিতে নিজের কোচিং দক্ষতাকে জানান দিলেন। শুরুটা দলের সঙ্গে ভাল না হলেও টেস্টে প্রথম পদক্ষেপেই জয়ের ডঙ্কা বাজিয়ে দিলেন আইপিএল-এর সফলতম কোচ। সদ্য কেকেআর-কে চ্যাম্পিয়ন করে নিজেক কোচিং জাত চিনিয়ে দিয়েছিলেন তিনি। আর তার পরই ভারতীয় ক্রিকে বোর্ড রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে তাঁকে কোচ করতে বদ্ধপরিকর ছিল। অনেক টানাপড়েনের পর শেষ পর্যন্ত তা সম্ভব হয়। রাহুল দ্রাবিড় ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে বিদায় নেওয়ার পর গৌতম গম্ভীর দলের দায়িত্ব নেন। কেউ কেউ প্রাথমিক ব্যর্থতার পর বলেছিলেন, গম্ভীরের জন্য আইপিএল দল ঠিক আছে, ভারতীয় দল নয়। তারই হয়তো জবাব ছিল এই জয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার