অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টি থেমেছে তবুও খেলা শুরু করাই গেল না। কারণ ভেজা মাঠ। গত কয়েকদিন ধরে ফ্লোরিডার আবহাওয়া এই পর্যায়ে পৌঁছেছে যে খেলা হবেই না ধরে নেওয়া হয়েছিল। পুরো রাজ্য বন্যায় বিধ্বস্ত। তার মধ্যেই শনিবার টি২০ বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও কানাডার। এই ম্যাচ হওয়ার কথা ছিল ফ্লোরিডার লডারডেলের সেন্ট্রাল ব্রোয়ার্ড পার্ক অ্যান্ড ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে। কিন্তু বেশ কয়েকবার মাঠ দেখার পর সেই ম্যাচ বাতিল করা হল। যদিও এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। কারণ গ্রুপ এ থেকে ইতিমধ্যেই ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র শেষ আটে জায়গা করে নিয়েছে। যে কারণে এই ম্যাচের ফলের উপর কিছু নির্ভর করছিল না। তবে ভারত এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরিক্ষা করতে চেয়েছিল শেষ আটের ম্যাচ খেলতে নামার আগে যা সম্ভব হল না।
একদিন আগেই এই আবহাওয়ার কারণেই আমেরিকা বনাম আয়ারল্যান্ড ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়। এই গ্রুপ থেকে পাকিস্তান ছাড়াও কানাডা ও আয়ারল্যান্ড বিশ্বকাপ থেকে ছিটকে গেল। অন্যদিকে একটিও ম্যাচ না হেরে সুপার আটে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে অভিষেকেই পরের পর্বে পৌঁছে ইতিহাস তৈরি করেছে আয়োজক দেশ আমেরিকা। যদিও এই আমেরিকা দলে আট জনই ভারতীয়। যাঁরা কাজের সূত্রে সে দেশে থাকেন।
ভারতের জন্য অবশ্য এই বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ। গত বছর ঘরের মাঠ সব ম্যাচ জিতে ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে ৫০ ওভারের বিশ্বকাপে হেরে যেতে হয়েছে। একরাশ স্বপ্ন দেখা দেশের ১১ জন শেষ হার্ডলটা পার করতে পারেননি। সে কারণেই টি২০ বিশ্বকাপ ২০২৪ ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপ জিতে রোহিত শর্মা তাঁর অধিনায়কত্বের কেরিয়ারে একটি আইসিসি ট্রফি রাখতে চাইবেন। তা ছাড়া এর পর টি২০ থেকে সরে দাঁড়াতে পারেন দলে দুই অভিজ্ঞ ক্রিকেটার রোহিত ও বিরাট কোহলি। সব মিলে এই টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম।
যদিও ভারতীয় দল টুর্নামেন্টের শুরুটা ভালই করে দিয়েছে। কিন্তু তবুও কোথাও একটু সংশয় তো থাকছেই গ্রুপ পর্বের তিন ম্যাচে ভারতের পারফর্মেন্সে। সব ম্যাচ জিতলেও পাকিস্তান ও আমেরিকার বিরুদ্ধে ভারতকে বেগ পেত হয়েছে। বিশেষ করে চিন্তায় রাখছে ভারতীয় ব্যাটিং। দলের দুই সিনিয়র ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে তিন ম্যাচেই ওপেন করতে দেখা গিয়েছে, যেখানে দু’জনই ব্যর্থ। পাকিস্তানের বিরুদ্ধে বাঁচিয়ে দিয়েছিল যশপ্রীত বুমরাহ-র বল। আর আমেরিকার বিরুদ্ধে মিডল অর্ডারে ব্যাট হাতে ভরসা দেন সূর্যকুমার যাদব ও শিভম দুবে। কানাডা ম্যাচটি হলে হয়তো ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়ালকে নিয়ে কিছুটা পরীক্ষা-নিরিক্ষা করার সুযোগ থাকত। সেটা সম্ভব হল না। এই বিশ্বকাপে আদৌ তিনি খেলার সুযোগ পাবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার