অলস্পোর্ট ডেস্ক: আবারও ভরাডুবি ভারতীয় ব্যাটিংয়ের। যে পিচে প্রথমে ব্যাট করে ২৫৯ রান তুলল নিউজিল্যান্ড সেখানে ২০০ রানের গণ্ডি পার করতে পারল না ভারতীয় ব্যাটাররা। পুণেতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যেভাবে দাপট দেখিয়েছিলেন ভারতীয় বোলাররা তাদের মর্যাদাও রাখতে ব্যর্থ ভারতের ব্যাটাররা। ম্যাচের প্রথম দিনই ২৫৯ রানে অলআউট হয়ে গিয়েছিল কিউইরা। প্রথম দিনের শেষে ১৬-১-এ থেমেছিল। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। ১০৩ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৯৮ রানে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে ৩০১ রানে পিছিয়ে ভারত।
প্রথম দিন বল হাতে দাপট দেখিয়েছিলেন ভারতের ওয়াশিংটন সুন্দর। নিয়েছিলেন সাত উইকেট। এদিন সেই একই ঝড় তুললেন নিউজিল্যান্ডের মিচেল সাঁতনার। তিনিও নিলেন সাত উইকেট। যার ফলে ভারতকে থামতে হল ১৫৬ রানেই। ভারতের হয়ে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর কিউইদের হয়ে দুই উইকেট নিলেন গ্লেন ফিলিপস ও এক উইকেট টিম সাউদির।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দিনই কোনও রান না করে আউট হয়ে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় দিন। যশস্বী জয়সওয়াল ৩০ ও শুভমান গিল ৩০ রান করে আউট হন। বিরাট কোহলি করেন মাত্র ১। তাঁর ভুল শট নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া ঋষভ পন্থ ১৮, সরফরাজ খান ১১, রবীন্দ্রজাডেজা ৩৮, রবিচন্দ্রন অশ্বিন ৪, আকাশদীপ ৬ ও যশপ্রীত বুমরাহ ০ রান করে আউট হন। ওয়াশিংটন সুন্দর ১৮ রানে অপরাজিত থাকেন।
দ্রুত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সুযোগ কাজে লাগিয়ে দিনের শেষে বড় রানের ইঙ্গিত দিয়েও রেখেছে নিউজিল্যান্ড। ওপেন করতে নেমে ৮৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক টম লাথাম। এছাড়া ডেভন কনওয়ে ১৭, উইল ইয়ং ২৩, রাচিন রবীন্দ্র ৯, ড্যারেল মিচেল ১৮ রান করে আউট হন। দিনের শেষে ক৩০ রানে টম ব্লান্ডেল ও ৯ রানে গ্লেন ফিলিপস ক্রিজে রয়েছেন।
প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ১৮ রান করা ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় ইনিংসেও ইতিমধ্যেই চার উইকেট তুলে নিয়েছেন। এক উইকেট অশ্বিনের। তৃতীয় দিন ১৯৮ রান নিয়ে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার