অলস্পোর্ট ডেস্ক: এ যাত্রায়ও হল না। এমন কি মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর পুণেতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু কোথায় কী? বরং আরও একবার মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং। বোলাররা রাস্তা তৈরি করে দিলেও সেই রাস্তায় হেঁটে বাকি কাজ করতে ব্যর্থ রোহিতের ভারত। ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৮ রানে থেমেছিল নিউজিল্যান্ড। ভারতের থেকে ৩০১ রানে এগিয়ে ছিল কিউইরা। তবে তৃতীয়দিন খুব বেশি রান যোগ করতে পারেনি তারা। ২৫৫ রানে অল আউট হয়ে যায়। সেখান থেকে বড় রানের লক্ষ্য থাকলেও হাতে সময় ছিল অনেকটা যা কাজে লাগাতে পারল না ভারত। ১১৩ রানে হেরে সিরিজ হাতছাড়া হল ভারতের।
তৃতীয় দিন ১৯৮-৫ নিয়ে ব্যাট করতে নেমে ২৫৫ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। এদিন টম ব্লান্ডার ১৮, মিচেল সাঁতনার ৪, টিম আসউদি ০, আজাজ প্যাটেল ১ ও উইলিয়াম ও’রুরকি কোনও রান না করে প্যাভেলিয়নে ফিরে যান। ৪৮ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। প্রথম ইনিংসে সাত উইকেটের পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে এক ম্যাচে ১০ উইকেট নেওয়া সম্পূর্ণ করেন ওয়াশিংটন সুন্দর। তিন উইকেট নেনরবীন্দ্র জাডেজা। দুই উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।
তৃতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয় ভারতকে। কিন্তু দেখা গেল যশস্বী জয়সওয়াল ছাড়া আর কেউই ভারতীয় ব্যাটিংকে ভরসা দিতে পারলেন না। যশস্বী ৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। এছাড়া রোহিত শর্মা ৮, শুভমান গিল ২৩, বিরাট কোহলি ১৭, ঋষভ পন্থ ০, ওয়াশিংটন সুন্দর ২১, সরফরাজ খান ৯, রবিচন্দ্রন অশ্বিন ১৮, আকাশদীপ ১ রান করে আউট হন। ঋষভের রান আউট নিয়ে কোহলির দিকে আঙুল উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে কার ভুলে এই রান আউট? এর মধ্যেই কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন জাডেজা। কিন্তু উল্টোদিক থেকে সেই সমর্থন ছিল না। নিউজিল্যান্ডের হয়ে ছয় উইকেট তুলে নেন মিচেল সাঁতনার। এক উইকেট গ্লেন ফিলিপসের ও আজাজ প্যাটেল নেন দুই উইকেট।
পুরো ম্যাচের দিকে নজর রাখলে দেখা যাবে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ২৫৯ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। একাই তাদের ব্যাটিংকে নাস্তানাবুদ করে দেন ভারতের ওয়াশিংটন সুন্দর। এই ম্যাচে ভারত জিতুক বা হারুক নাম লেখা থাকবে সুন্দরেরই। কারণ দ্বিতীয় ইনিংসেও তিনি চার উইকেট তুলে নেন সঙ্গে রানের খাতায়ও কিছু রান যোগ করেন। এর পর ভারত ব্যাট করতে নামলে রীতিমতো ধ্বসে যায় ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে যায় ভারত। ওয়াশিংটন সুন্দরের দেখানো পথেই সাত উইকেট তুলে নেন কিউইদের তরফে মিচেল সাঁতনার। দ্বিতীয় ইনিংসে তিনি আর ছয় উইকেট যোগ করেন।
দ্বিতীয় ইনিংসে টম লাথাম কিছুটা চেষ্টা করেন ঠিকই কিন্তু ৮৬ রানে আউট হয়ে যেতে হয়। তার পর আর কেউ হাফসেঞ্চুরির গণ্ডি পার করতে পারেননি। ২৫৫ রানে অল আউট হয়ে গেলেও ভারতের সামনে ছিল অনেকটাই রান। যদিও হাতে ছিল আড়াই দিন। যা কাজে লাগাতে ব্যর্থ ভারতের ব্যাটাররা। একমাত্র যশস্বী জয়সওয়াল ছাড়া টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউ ভরসা দিতে পারেননি। শেষ পর্যন্ত আট নম্বরে নেমে ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন জাডেজা। তবে ব্যর্থ হন তিনি। ৪২ রানে তিনি আউট হতেই শেষ খেলা। হার বাঁচাতে ব্যর্থ ভারতীয় ব্যাটাররা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার