অলস্পোর্ট ডেস্ক: আবারও সেই নড়বড়ে ভারতীয় ব্যাটিংয়ের নিদর্শন পাওয়া গেল তৃতীয় টেস্টের প্রথম দিনই। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে ভারত খেলতে নেমেছিল আত্মসম্মানের লক্ষ্যে। কারণ ইতিমধ্যেই তিন টেস্টের সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে ভারতের। তাই এই ম্যাচ জিতে টেস্ট বিশ্বে আরও একবার নিজেদের কিছুটা ধাক্কা খাওয়া জায়গা ফিরে পাওয়ার চেষ্টা তো থাকাই উচিত ছিল। কিন্তু হতাশ করল টপ অর্ডার। প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল কিউইরা। প্রথমে ব্যাট করে ২৩৫ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে ভারত ৮৬-৪। ১৪৯ রানে পিছিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবে ভারত।
আগের ম্যাচেও দেখা গিয়েছিল, ভারতীয় বোলাররা তাঁদের সেরাটা দিয়েই প্রতিপক্ষের দৌঁড় আটকে দিয়েছে। এদিনও প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের বিরুদ্ধে বিশেষ কিছু করতে পারল না নিউজিল্যান্ড ব্যাটাররা। ৫০ রানের উপর পৌঁছলেন দু’জন। তিন নম্বরে নেমে উইল ইয়ং ৭১ ও পাঁচ নম্বরে নেমে ড্যারেল মিচেল ৮২ রান করে আউট হলেন। এছাড়া আর কেউই ৩০-এর গণ্ডি পেরতে পারলেন না।
টম লাথাম ২৮, ডেভন কনওয়ে ৪, রাচিন রবীন্দ্র ৫, টম ব্লান্ডেল ০, গ্লেন ফিলিসপস ১৭, ইশ সোধি ৭, ম্যাট হেনরি ০, আজাজ প্যাটেল ৭ রান করে আউট হলেন। ১ রান করে অপরাজিত থাকলেনউইলিয়াম ও’রুরকি। আবারও বল হাতে দারুণ সফল ওয়াশিংটন সুন্দর। যেন এই সিরিজ তাঁরই। যদিও এদইন উইকেটের নিরিখে তাঁকে ছাঁপিয়ে গেলেন রবীন্দ্র জাডেজা। ২২ ওভারে মাত্র ৬৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিলেন তিনি। ৪ উইকেট সুন্দরের। ১ উইকেট নিলেন আকাশদীপ।
জবাবে ব্যাট করতে নেমে হতাশ করলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। যশস্বী ৩০ ও রোহিত ১৮ রান করে আউট হলেন। তিন নম্বরে নেমে ৩১ রান করে দিনের শেষে ক্রিজে টিকে রয়েছেন শুভমান গিল ও ১ রানে ঋষভ পন্থ। তবে হতাশার তালিকায় নাম লেখালেন বিরাট কোহলিও। ৪ রান করে রান আউট হয়ে গেলেন তিনি। নাইট ওয়াচম্যান হিসেবে নামা মহম্মদ সিরাজ রানের খাতাই খুলতে পারলেন না। কিউইদের হয়ে প্রথম দিনের শেষে জোড়া উইকেট নিলেন আজাজ প্যাটেল ও ১ উইকেট ম্যাট হেনরির।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার