অলস্পোর্ট ডেস্ক: প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে ভারতেরই ঘরের মাঠে বড় ব্যবধানে জয়ের পর দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার পুণেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক টম লাথাম। তবে প্রথমে ব্যাট করে খুব সুবিধে করতে পারল না তাঁরা। যদিও প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ভারতের মতো ধরাশায়ী না হলেও এদিন ২৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের দাপটে বড় রানে পৌঁছতে পারেননি দু’জন ছাড়া কেউই।
এদিন কিউইদের হয়ে ওপেন করতে নেমেছিলেন টম লাথাম ও ডেভন কনওয়ে। অধিনায়ক ১৫ রান করে ফিরে গেলেও দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই চালিয়ে যান কনওয়ে। তিন নম্বরে নেমে উইল ইং ১৮ রানে আউট হয়ে যাওয়ার পর রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন কনওয়ে। কিন্তু ৭৬ রানে আউট হয়ে যান তিনি। ৬৫ রানের ইনিংস খেলেন রাচিন। এছাড়া আর কেউই রান করতে পারেননি।
ড্যারেল মিচেল ১৮, টম ব্লান্ডেল ৩, গ্লেন ফিলিসপস ৯, মিচেল সাঁতনার ৩৩, টিম সাউদি ৫, আজাজ প্যাটেল ৪ রান করে আউট হন। ৭৯.১ ওভার খেলে ২৫৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলে সুযোগ পেয়েই বল হাতে এদিন দাপট দেখালেন ভারতের ওয়াশিংটন সুন্দর। একাই নিলেন সাত উইকেট। ২৩.১ ওভার বল করে সাত উইকেট তুলে নেন তিনি। দেন ৫৯ রান। তিন উইকেট রবিচন্দ্রন অশ্বিনের। নিউজিল্যান্ডের প্রথম তিন ব্যাটারকে অশ্বিন ফেরালে বাকি সাতের দায়িত্ব কাঁধে তুলে নেন সুন্দর।
প্রথম দিনই জবাবে ব্যাট করতে নেমে ভারত দিন শেষ করে ১১ ওভারে ১৬-১-এ। ওপেন করতে নেমে ৯ বল খেলে কোনও রান না করে প্যাভেলিয়নে ফেরেন রোহিত শর্মা। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন ৬ রানে যশস্বী জয়সওয়াল ও ১০ রানে শুভমান গিল। নিউজিল্যান্ডের হয়ে এক উইকেট নিয়েছেন টিম সাউদি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে ২৪৩ রানে পিছিয়ে থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার