Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবৃষ্টিতে সময় পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের, টস জিতে ফিল্ডিং বাবরের

বৃষ্টিতে সময় পিছিয়ে গেল ভারত-পাকিস্তান ম্যাচের, টস জিতে ফিল্ডিং বাবরের

অলস্পোর্ট ডেস্ক: রবিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ পাকিস্তান অধিনায়ক বাবর আজম টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঠিকই কিন্তু ম্যাচ কখন শুরু করা যাবে তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। বৃষ্টির কারণে আধ ঘণ্টা দেরিতে টস হয়। ততক্ষণে বৃষ্টি থেমে গিয়েছিল। যে কারণে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়। কিন্তু টসের পর আবারও বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি আপাতত থেমেছে। এই মুহূর্তে যা খবর তাতে ভারতীয় সময় রাত ৮.৫০-এ খেলা শুরু হবে যদি না আবার বৃষ্টি শুরু হয়। তবে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে খেলায় মাঝে মাঝেই ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি।

ভারত বনাম পাকিস্তান খেলার দিন প্রতি ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসও খুব আশ্বস্ত করছে না। অ্যাকুওয়েদারের মতে, নিউইয়র্কে রবিবার দিনে প্রায় ৪০% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টস হেরে অবশ্য ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়ে দিয়েছিলেন দলে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। যে দল নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত সেই দলই খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তিনি এও জানিয়েছেন, টস জিতলে তিনিও প্রথম বোলিং করারই সিদ্ধান্ত নিতেন। তবে প্রথমে ব্যাট করাটাও খুব সমস্যার নয়।

টসের আগে দলের ব্যাটিংয়ের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব বলেন, “আমরা অবশ্যই এই ধরনের আবহাওয়ার জন্য তৈরি ছিলাম না তবে আমাদের প্রস্তুতি এখনও পর্যন্ত ভাল হয়েছে। আমি এই ট্র্যাকে কোনও শট এড়িয়ে যাওয়ার কথা ভাবব না, এই ফর্ম্যাটে অভিপ্রায় খুবই গুরুত্বপূর্ণ। যদি দল চায় আমাকে সেখানে থাকতে হবে তবে আমি তা করতে চাইব, তাই সত্যিই এটির জন্য অপেক্ষা করছি।’’

“আমরা এখানে কয়েকটি ম্যাচ খেলেছি, আমরা যতটা সম্ভব পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করেছি। প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। যেকোনও কিছু ঘটতে পারে, এটা খুবই মজার একটি টুর্নামেন্ট। ভারতীয় দল অপরিবর্তিত থাকছে,’’ বলেন রোহিত শর্মা।

অতীতটা অতীত, এবং আমরা এই ম্যাচের জন্য অপেক্ষা করছি। পাকিস্তান দলে একটাই পরিবর্তন হচ্ছে, আজম খানের জায়গায় দলে আসছেন ইমাদ ওয়াসিম,” বলেছেন বাবর আজম।

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ড্যে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ আমির

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments