অলস্পোর্ট ডেস্কঃ দীর্ঘদিন পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। একাধিক কারণে গুরুত্বপূর্ণ এই সিরিজ। এই সিরিজ দিয়েই শুরু হবে ২০২৩-২৫ মরশুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর। পাশাপাশি এই সিরিজের দ্বিতীয় টেস্টেই ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে কুইন্স পার্ক ওভাল। এই মাঠে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ঐতিহাসিক ১০০তম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট খেলা হবে ডমিনিকার উইন্ডসোর পার্কে। দ্বিতীয় টেস্টটি খেলা হবে ২০-২৪ জুলাই। আর এই টেস্টের মধ্যে দিয়েই লাল বলের ক্রিকেটে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ১০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনকে উদযাপন করবে কুইন্স পার্ক ওভাল। ভারতের বিরুদ্ধে সিরিজ নিয়ে মুখিয়ে রয়েছেন সমর্থকরা। সেই সিরিজের ভেন্যুগুলো আমাদের তরফে আজ নিশ্চিত করে দেওয়া হল। এই সিরিজের অন্যতম হাইলাইট হতে চলেছে কুইন্স পার্ক ওভালের ১০০তম টেস্ট ম্যাচ। অসাধারণ একটা মুহূর্ত হতে চলেছে। এই গর্বিত ক্রিকেট খেলিয়ে দেশ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকে এই মুহূর্তকে অনন্য করে তুলবে। সেটাই আশা রাখি। বিগত বছরে এই দুই দল একে অপরের বিরুদ্ধে দারুন রোমাঞ্চকর কিছু সিরিজ খেলেছে। প্রথম টেস্টটি খেলা হবে ডমিনিকার উইন্ডসোর পার্কে। এই টেস্টের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ২০২৩-২৫ মরশুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই।’
উল্লেখ্য ১২-১৬ জুলাই ডমিনিকার উইন্ডসোর পার্কে প্রথম টেস্ট খেলবে ভারত। ২০-২৪ জুলাই কুইন্স পার্কে খেলা হবে দ্বিতীয় টেস্ট। ২৭ এবং ২৯ জুলাই কেনসিংটন ওভালে হবে প্রথম দুটি ওয়ানডে। তৃতীয় ওডিআই খেলা হবে ত্রিনিদাদে। ৩ অগস্ট প্রথম টি-২০ খেলা হবে ত্রিনিদাদে। ৬ এবং ৮ অগস্ট দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ খেলা হবে গায়ানাতে। ১২ এবং ১৩ অগস্ট চতুর্থ এবং পঞ্চম টি-২০ খেলা হবে ফ্লোরিডাতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার