Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেট৪৬ অল-আউটের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত রোহিত, বিরাটদের

৪৬ অল-আউটের পর দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত রোহিত, বিরাটদের

অলস্পোর্ট ডেস্ক: যে পিচে কয়েক ঘণ্টার মধ্য উবে গিয়েছিল ভারতীয় ব্যাটিং সেই পিচেই ৪০০ রানের গণ্ডি পেরিয়ে গেল নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলাই শুরু করা যায়নি বৃষ্টির জন্য। দ্বিতীয় দিন শুরুতে ব্যাট করে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। এর পর থেকে তৃতীয় দিনের মাঝামঝি সময় পর্যন্ত ব্যাট করে ৪০২ রানে গিয়ে থামে নিউজিল্যান্ড। এখানেই শেষ নয়, তৃতীয়দিন ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রাখল ভারতের ব্যাটিং। তৃতীয় দিনের শেষে ভারত দাঁড়িয়ে ২৩১-৩-এ।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড থেমেছিল ১৮০-৩-এ। ক্রিজে ছিলেন রাচিন রবীন্দ্র ২২ ও ড্যারেল মিচেল ১৪ রান করে। ২২ রান থেকে তৃতীয় দিন নেমে ১৩৪ রানের ইনিংস খেললেন রবীন্দ্র। ১৩টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫৭ বলে ১৩৪ রানের ইনিংস খেললেন তিনি। মিচেল ১৮, টম ব্লান্ডেল ৫, গ্লেন ফিলিপ ১৪, ম্যাচ হেনরি ৮ রান করে আউট হয়ে যাওয়ার পর রবীন্দ্রকে অনেকটাই সঙ্গ দেন টিম সাউদি। ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। আজাজ প্যাটেল রান করে আউট হন। ৯১।৩ ওভারে ৪০২ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা। দুই উইকেট নেন হম্মদ সিরাজ। যশপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন একটি করে উইকেট নেন। ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখন সামনে বড় চ্যালেঞ্জ। কারণ শুরুটা মোটেও ভাল হয়নি এই সিরিজের। সেখান থেকে আত্মবিশ্বাস জুগিয়ে আবার ব্যাট করতে নামা এবং সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়াটা সহজ ছিল না। শুক্রবার সেই লক্ষ্যেই লড়াই শুরু করল ভারত।

দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে রান পেলেন রোহিত শর্মা। রান পেল ভারতের টপ অর্ডার। যা বিশ্ব টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়াকে ভরসা দেবে। এদিন ওপেন কতে নেমে ৩৫ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। ৫২ রানের ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা। তিন নম্বরে নেমে এদিন বিরাট কোহলিও ঘুরে দাঁড়ানোর রসদ জোগান। ৭০ রান করে আউ হন তিনি। ৭৮ বলে ৭০ রান করে দিনের শেষে ক্রিজে রয়েছেন সরফরাজ খান। চতুর্থ দিন ২৩১-৩ নিয়ে ব্যাট করতে নামবে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের হয়ে দুই উইকেট নেন আজ প্যাটেল ও এক উইকেট নেন গ্লেন ফিলিপস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments