অলস্পোর্ট ডেস্কঃ ২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। যার সুচি প্রকাশিত না হলেও ম্যাচগুলি কোন মাঠে হবে তা জানিয়ে দিল ইসিবি। ২০২৫ সালের জুন মাসে এই পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে কোহলিরা।
ইসিবি ২০২৫-২০৩১ পর্যন্ত নিজেদের ঘরের মাঠে হওয়া ম্যাচগুলির ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানেই ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের কথা বলা হয়েছে। জুন মাসে শুরু হওয়া সিরিজের পাঁচটি ম্যাচ আয়োজিত হবে লর্ডস, ওভাল, এজবাস্টন, হেডিংলে, ম্যাঞ্চেস্টারে। এই প্রসঙ্গে ইসিবির সিইও বলেছেন, “২০২৫-২০৩১ সালে ক্যালেন্ডার প্রকাশ করে আমরা মাঠগুলিকে নিজেদের পরিকাঠামো আরও আধুনিক ও পরিবর্তন করার কথা জানিয়ে দিলাম। যাতে তারা নিজেদের মাঠকে আরও আধুনিক ভাবে গড়ে তুলতে পারে।
২০১৪ সাল থেকেই ভারত- ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজিত হয়। একমাত্র ২০২০ সালে কোভিদের জন্য শেষ টেস্ট স্থগিত করা হয়েছিল। এরপর ২০২৪ সালে জানুয়ারি মাসে ভারতে খেলতে আসবে বেন স্টোকসরা। এই সিরিজেও পাঁচটি টেস্ট ম্যাচ আয়োজন করা হবে। এরপরেই ২০২৫ সালে জুন মাসে ইংল্যান্ড উরে যাবে ভারতীয় দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার