Friday, December 6, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ পেতে পারে ইডেন

বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ পেতে পারে ইডেন

অলস্পোর্ট ডেস্ক: টেস্ট চ্যান্পিয়নশিপ ফাইনাল বা টি২০ বিশ্বকাপ প্রতি ২ বছরে একবার করে হয় বলে কিছুটা হলেও এগুলির ‘দাম’ কম। তবে ৪ বছর পরপর অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপ এখনও নিজের মহিমা ধরে রেখেছে। এমনিতে ৫০ ওভারের ক্রিকেট কিছুটা ফিকে হয়েছে টি২০-র দৌলতে। তবে বিশ্বকাপ যেন আলাদাই বিষয়। আর এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিনেই তৈরি হয়ে গেল বিশ্বকাপ সূচির খসড়া।

ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, যে খসড়া সূচি তৈরি হয়েছে, তাতে ভারত নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচটি হতে পারে ৮ অক্টোবর। চেন্নাইয়ে সেই ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সেই ম্যাচের দু’দিন বিশ্রামের পরই ফের মাঠে নামবে ভারত। এবার প্রতিপক্ষ হবে আফগানিস্তান। আর এই ম্যাচ খেলতে দক্ষিণ ভারত থেকে সোজা উত্তর ভারতের দিল্লিতে উড়ে যেতে পারেন রোহিত-বিরাটরা। এরপরই বহুপ্রতিক্ষিত ভারত-পাক ম্যাচ হতে পারে। সেই ম্যাচটি আহমেদাবাদে খেলতে নারাজ পাকিস্তান। তবে জানা গিয়েছে খসড়া সূচি অনুযায়ী আহমেদাবাদেই সেই ম্যাচ হওয়ার কথা। ভারত-পাক মহারণ ১৫ অক্টোবর হতে পারে।

এদিকে পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের পর ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ। সেই ম্যাচটি হবে ১৯ অক্টোবর। ভারত-বাংলাদেশ ম্যাচটি হতে পারে পুণেতে। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে ফের উত্তর ভারতে পাড়ি দিতে পারে ভারতীয় দল। এবার ধর্মশলায় নামতে পারেন রোহিতরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২২ অক্টোবর পাহাড়ের কোলে ম্যাচ খেলবে ভারত। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউতে খেলতে নামতে পারেন রোহিতরা। এই ম্যাচের আগে প্রায় এক সপ্তাহের ছুটি মিলবে। লখনউয়ে ভারত-ইংল্যান্ড ম্যাচ হবে ২৯ অক্টোবর। এরপর ২ নভেম্বর মুম্বইতে কোয়ালিফায়ার ১-এর বিরুদ্ধে মাঠে নামবে ভারত। আর এরপরই কলকাতার ইডেন গার্ডেনে খেলতে আসবে ভারত। প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি হবে ৫ নভেম্বর। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে ভারত যাবে বেঙ্গালুরু। এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ হবে কোয়ালিফায়ার ২।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments