Sunday, January 19, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩ওডিআই বিশ্বকাপ ২০২৩: হিটম্যানের ব্যাটে ১৫ ওভার আগেই আফগানিস্তান বধ ভারতের

ওডিআই বিশ্বকাপ ২০২৩: হিটম্যানের ব্যাটে ১৫ ওভার আগেই আফগানিস্তান বধ ভারতের

অলস্পোর্ট ডেস্ক: দিল্লীর মাঠে আজ সবার নজর ছি‌ল বিরাট কোহলির দিকে, কারণ তাঁর ঘরের মাঠে ম্যাচ। কিন্তু আশা তাঁর দিকে থাকলেও সবাইকে চমকে দিয়ে এদিন ম্যাচের রাজা হয়ে গেলেন অধিনায়ক রোহিত শর্মা। বুধবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ভারত বনাম আফগানিস্তানের ম্যাচে দুর্দান্ত কামব্যাক করলেন হিটম্যান। ২৭৩ রানের টার্গেটে একাই ১৩১ রান বার করে জয় ছিনিয়ে নিলেন রোহিত। সঙ্গে গড়লেন নিজের নামে একগুচ্ছ রেকর্ড। মাত্র ৬৩ বলে করলেন সেঞ্চুরি। হিটম্যানের গতি দেখে মনে হচ্ছিল তিনি হয়ত এইবার ডবল সেঞ্চুরিটাও সেরে ফেলবেন, তবে রশিদের একটি গুগলিতে শেষমেষ তাঁকে মাঠ ছাড়তে হয়। ৮৪ বলে ১৩১ রান করে যখন তিনি গ্যালারিতে ফিরছেন দর্শকরা উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন অধিনায়ককে, যেটা এদিন তাঁর প্রাপ্য ছিল।

বুধবার ভারতীয় দল টসে হেরে যায় এবং আফগান অধিনায়ক হসমাতুল্লা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। দিল্লির ঢালা পিচে প্রথম থেকেই রান করতে শুরু করে আফগানরা। ভারতের হয়ে এদিনও প্রথম উইকেট নেন জসপ্রীত বুমরাহ। এর পরপরই হার্দিক এবং শার্দুল একটি করে উইকেট তুলে নিয়ে ৬৩ রানে তিন উইকেট ফেলে দেন আফগানিস্তানের। কিন্তু তারপরেই ১২১ রানের শক্ত জুটি বাঁধেন আফগানের হসমাতুল্লা এবং আজমাতুল্লা ওমারজাই। তাঁদের উইকেট নিতে কালঘাম ঝরে ভারতের এবং শেষপর্যন্ত আজমাতুল্লাকে আউট করে সেই জুটি ভাঙেন হার্দিক পাণ্ড্য। আফগানিস্তানের ইনিংস শেষ হয় ২৭২ রানে। ভারতের বিরুদ্ধে পুরো ৫০ ওভারই খেলে আফগানিস্তান। বুমরা চারটি উইকেট নেন। হার্দিক নেন দু’টি এবং একটি করে উইকেট নেন শার্দুল এবং কুলদীপ। কিন্তু আজ নিজেকে মে‌লে ধরতে পারেননি সিরাজ। উল্টে সিরাজের বলে রান এসেছে আফগান শিবিরে।

এরপর শুরু হয় দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দলের দাপট ভরা ইনিংস। ওপেনিং করতে নামেন রোহিত শর্মা ও ইশান কিশান। কিন্তু ইশানের খেলা নামমাত্রই। ৪৭ বলে ৪৭ রান করে ফিরে গেলেন তিনি। একা মাঠ কাঁপালেন হিটম্যান। পরপর ছয়ের বন্যা বইল, সঙ্গে ভাঙল একাধিক সব রেকর্ড। হাজার রানের মাইলফলক ছোঁয়া থেকে শুরু করে ক্রিজ গেইলের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড সব ছাড়িয়ে বিশ্বসেরা হয়ে উঠলেন তিনি। রোহিত যেভাবে ইনিংস খেললেন তাতে আফগানের কোনও বোলারের পক্ষেই তাঁকে থামানো দুঃসাহসিক ছিল, কিন্তু শেষ অবধি তা করে দেখালেন রশিদ খান।

বাকি কাজটা সারলেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৫৫ রান করে অপরাজিত থাকেন বিরাট। শ্রেয়স করলেন ২৫ রান। ২৭২ রান করতে আফগানিস্তান যে ৫০ ওভার নিল সেটা ভারত মাত্র ৩৫ ওভারেই শেষ করে দেখাল। অস্ট্রেলিয়ার পর এবার আফগানিস্তানকেও মাত দিল ভারত।

এবার লক্ষ্য ১৪ অক্টোবর আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাক মহারণ। এদি‌নের ম্যাচের পর নেট রান রেটে পাকিস্তানকে টপকে দুনম্বরে স্থান হয়েছে ভারতের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments