Friday, February 14, 2025
No menu items!
Google search engine
Homeওডিআই বিশ্বকাপ ২০২৩ওডিআই বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত

ওডিআই বিশ্বকাপ ২০২৩: অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল ভারত

অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে প্রথম ম্যাচেই জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করে দিল ভারতীয় দল। তবে এই জয় ছিনিয়ে নেওয়াটাই একসময় কঠিন মনে হয়েছিল দলের পরিস্থিতি দেখে। ভারতের ইনিংসের শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট, এরপরই ইশান কিষান এবং শ্রেয়াসের পরপর পড়ে যাওয়া চিন্তা বাড়ায় ভারতীয় শিবিরে। প্রথম দুই ওভারের পর মনে হয় হয়ত হার দিয়েই টুর্নামেন্টে অভিষেক হবে ভারতীয় দলের। কিন্তু, বিরাট কোহলি ও লোকেশ রাহুল দেশের মাটিতে দলের অপমান হতে দেননি। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে শেষ পর্যন্ত ক্রিজে সৈনিকের মতোন লড়ে গেলেন দু’জন। তাঁরা বুঝে গিয়েছিলেন চেন্নাইয়ের পিচে ব্যাট ঘোরানো যতই কঠিন হোক, ধরে খেললে রান আসতে বাধ্য। অস্ট্রেলিয়ার ইনিংসে ঠিক যেভাবে ওয়ার্নার এবং স্মিথের জুটি খেলে গিয়েছিল, সেই পন্থায় এই ভারতীয় জুটিও এগালেন। শেষ পর্যন্ত ভারতের কোহলি ও রাহুলের দাপট অস্ট্রেলিয়াকে মাঠ ছাড়তে বাধ্য করল। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতে নিল ভারতীয় দল।

এমনিতে ভারতের পক্ষে ২০০ রান চেজ করা তেমন কঠিন কোনও ব্যাপার নয়। কিন্তু এদিন চেন্নাইয়ের পিচ বড্ড ভোগায় দু’দলকেই। টসের আগে রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছিলেন, খেলা যত গড়াবে পিচ তত কঠিন হবে। তাঁর কথাই সত্যি হয়। তবে সেই পিচে ভারতীয় বোলার যশপ্রীত বুমরা শূন্য রানে দারুণভাবে আউট করেন মিচেল মার্শকে। স্পিনারদের জন্য আদর্শ পিচ হয়ে দাঁড়ায় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়াম। ৪১ রানে ওয়ার্নারকে আউট করেন কুলদীপ। স্মিথ ভাল ফর্মে খেলছিলেন, ঠিক অর্ধশতকের কাছাকাছি যখন তাঁর রান তখনই রবীন্দ্র জাদেজার বলে আউট হতে হয় তাঁকে। একই ওভারে পরপর লাবুশেন এবং অ্যালেক্সকে আউট করেন জাদেজা। ১১৯ রানে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর ম্যাচের হাল ধরেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। শেষ পর্যন্ত ৪৩.৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয়ে যায় দল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে উইকেটে হ্যাটট্রিক করেন জাদেজা। কুলদীপ ও বুমরাহ নেন ২টি করে উইকেট, মহম্মদ সিরাজ ১টি, এবং অশ্বিন ও হার্দিক পাণ্ড্য ১টি উইকেট নেন।

ভারত ব্যাট করতে নেমে মাত্র দুই রানে যখন তিন উইকেট পড়ে যায়, গোটা দেশ তখন স্তম্ভিত। ওপেনিং-এ শুভমন গিলের বদলে ব্যাট করতে নেমে বড় হতাশ করেন ইশান কিষান। রীতিমতোন শূন্যরানে মাঠ ছাড়েন তিনি। রোহিত শর্মার নিতান্তই আজ ভাগ্য সাথ দেয়নি। তাই পরপর ভারতকে জোড়া ধাক্কা দেন অস্ট্রেলিয়ার হ্যাজলউড। প্রথমে রোহিত ও পরে শ্রেয়াস আইয়ারকে নিজের দুর্দান্ত বলে মাত দেন তিনি। এই জুটিও শূন্যরানে ফিরে যান। মাঠে যখন উইকেটের ধস নামছে তখন ওই পরিস্থিতি থেকে যেভাবে খেলার মোড় ঘোরালেন বিরাট কোহলি এবং কে এল রাহুল, তাদের কুর্নিশ। তাদের ১৬৫ রানের জুটি অস্ট্রেলিয়াকে বুঝিয়ে দেয় ভারতকে নড়ানো এত সহজ নয়।

দুই ব্যাটারই নিজেদের অর্ধশতক পুরণ করেন। ‘চেজমাস্টার’ বিরাট কোহলি নিজের শতকের লক্ষ্যে এগালেও ৮৫ রানে দুভা্গ্যবশত, আউট হতে হয় তাঁকে। ১১৬ বলে ৮৫ রান করে ভারতকে জয়ের দিকে এগিয়ে দিয়ে মাঠ ছাড়েন বিরাট। বাকিটা সারেন রাহুল। ১১৫ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষে পাণ্ড্য ৮ বল খেলে ১১ রান করে ক্রিজে দাঁড়িয়ে থেকে দলের জয়ের উচ্ছাসে মাতেন। হোম গ্রাউন্ডে ‘মেন ইন ব্লু’র দাপট থেকেই যায়, সঙ্গে বাড়ে অনেকটা আত্মবিশ্বাস।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments