অলস্পোর্ট ডেস্ক: একরাশ হতাশা। পুরো এশিয়া কাপে দাপটের সঙ্গে খেলেই ফাইনালে পৌঁছেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তাদের চ্যাম্পিয়ন হওয়াকে শুধু সময়ের অপেক্ষাই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু এভাবে শেষবেলায় আত্মসমর্পণ করবেন হরমনপ্রীতরা তা হয়তো কেউ ভাবেননি। কিন্তু যেভাবে আট উইকেটে হেরে রানার্স হয়ে থাকতে হল তাতে ভারতীয় পুরুষ দলের ওডিআই বিশ্বকাপের স্মৃতিকে আরও একবার উসকে দিল ভারতের মেয়েরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর।প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ভারত। সেই লক্ষ্যে পৌঁছতে শ্রীলঙ্কাকে পুরো ওভারও খেলতে হয়নি।
এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমে শাফালি ভার্মা ১৬ রান করে আউট হয়ে যান। কিন্তু আর এক ওপেনার একাই ক্রিজে লড়াই শুরু করেন। দলের বাকি টপ অর্ডার তাঁকে তেমনভাবে সাহয্য করতে ব্যর্থ হন। উমা ছেত্রী ৯, হরমনপ্রীত কৌর ১১ রান করে আউট হয়ে যান। এর পর পাঁচ ও ছয় নম্বরে নেমে স্মৃতিকে কিছুটা সাহায্য করেন জেমিমা রডরিগেজ ও রিচা ঘোষ। জেমিমা ২৯ ও রিচা ৩০ রানের ইনিংস খেলেন। তাদের সাহায্যে ৪৭ বলে ১০টি বাউন্ডারি হাঁকিয়ে ৬০ রানের ইনিংস খেলেন স্মৃতি মন্ধনা। এছাড়া পূজা ভস্ত্রাকর ৫ ও রাধা যাদব ১ রান করে অপরাজিত থাকেন। ২০ ওভারে ভারত থামে ১৬৫-৬-এ।
শ্রীলঙ্কার হয়ে জোড়া উইইকেট নেন কভিশা দিলহারি। একটি করে উইকেট নেন উদেশিকা, সচিনি ও চামিরি। ব্যাট হাতে ১৬৬ রানের লক্ষ্যে শুরুতে ধাক্কা খেলেও মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। যে শ্রীলঙ্কা ব্যাটারদের আটকানোর টোটকা ভারতের বোলারদের কাছে ছিল না। ওপেনার ভাশিমি গুনারত্নে ১ রানে রান আউট হয়ে যাওয়ার পর ব্যাটে ঝড় তোলে শ্রীলঙ্কান মেয়েরা। ক্যাপ্টেন চামারি আথাপাত্থুর সঙ্গে সমান তালে ভারতীয় বোলারদের অকেজ করে দেন হর্ষিতা । ৪৩ বলে যখন চামারি ৬১ রানের ইনিংস খেলেন তখন হর্ষিতার ব্যাট থেকে আসে ৫১ বলে অপরাজিত ৬৯ রান। ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কভিশা। ১৮.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে নেয় শ্রীলঙ্কা।
এদিন হতাশ করলেন ভারতের বোলাররা। একমাত্র উইকেটটি পেলেন দীপ্তি শর্মা। বাকিদের মধ্যে রেনুকা সিং, পূজা ভস্ত্রাকর, তনুজা কানোয়ার ও রাধা যাদব শ্রীলঙ্কার ব্যাটিংয়ের বিরুদ্ধে লড়াই করার রাস্তাই খুঁজে পেলেন না। ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে এশিয়া কাপের ফাইনাল হেরে রানার্স হয়ে দেশে ফিরতে হচ্ছে মন্ধনাদের। ম্যাচের সেরা হয়েছেন হর্ষিতা সমরাবিক্রমা ও সিরিজের সেরা হয়েছেন চামারি আথাপাত্থু।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার