অলস্পোর্ট ডেস্ক: মহিলাদের এশিয়া কাপ ভারত শুরু করে দিল পাকিস্তান বধ করেই। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। যা সাত উইকেটে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে পৌঁছে গেল ভারতের মেয়েরা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান।১৯.২ ওভারে ১০৮ রান অল-আউট হয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ১৪.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারতের মেয়েরা। ৩৫ বল বাকি থাকতেই সাত উইকেটে পাকিস্তান বধ সেরে ফেলে ভারত।
শুক্রবার গ্রুপ ‘এ’র ম্যাচে ডাম্বুলায় ভারতীয় বোলারদের সামনে বড় রানের স্কোর করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। দুই ওপেনার গুল ফিরোজা ও মুনিবা আলি ৫ ও ১১ রান করে প্যাভেলিয়নে ফিরে যান। এর পর তিন নম্বরে নেমে কিছুটা লড়াই করার চেষ্টা করেন সিদরা আমিন। ২৫ রানের ইনিংস খেলেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর এটিই। এছাড়া আলিয়া রিয়াজ ৬, নিদা দার ৮, তুবা হাসান ২২, ইরাম জাভেদ০, সাইদা আরুব শাহ ২, নাশরা সান্ধু ০, সাদিয়া ইকবাল ০ রানে আউট হয়ে যান। শেষ পর্যন্ত লড়াই করেন ফতিমা সানা। ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। চার বল বাকি থাকতে ১০৮ রানে থামে পাকিস্তান।
ভারতীয় বোলারদের মধ্যে রাধা যাদব ছাড়া বাকি সকলেই উইকেট তুলে নেন। দীপ্তি শর্মা সর্বোচ্চ তিন উইকেট তুলে নেন। এছাড়া দুটো করে উইকেট নেন রেনুকা সিং, পুজা ভস্ত্রাকর ও শ্রেয়াঙ্কা পাটিল। ভারতের বোলিংই দলের ব্যাটিংয়ের চাপ অর্ধেক কমিয়ে দিয়েছিল। যার ফলে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় হরমনপ্রীতের মেয়েরা।
১০৯ রানের লক্ষ্যে এদিন ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শাফালি ভর্মা ও স্মৃতি মন্ধনা। জন্মদিনে সর্বোচ্চ রান করে নিজেই দেশকে জয় উপহার দিলেন স্মৃতি। ওপেনিং জুটিতে বারত তুলল ৮৫ রান। যা জয়ের রাস্তা নিশ্চিত করে দিয়েছিল১০ ওভারের মধ্যেই। ২৯ বলে ছ’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪০ রান করেন শাফালি। ৩১ বলে ন’টি বাউন্ডারি হাঁকিয়ে ৪৫ রানের ইনিংস খেলেন স্মৃতি। ১৪ রান করে আউট হন দয়ালান হেমলথা। ৫ রানে হরমনপ্রীত কাউর ও ৩ রানে জেমিমা রডরিগেজ অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন সাইদা আরুব. এক উইকেট নেন নাশরা সান্ধু। ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।
ভারতের পরের ম্যাচ রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। মঙ্গলবার ভারত খেলবে নেপালের বিরুদ্ধে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার