অলস্পোর্ট ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত কখনও পাকিস্তানের কাছে হারে না। ভারতের মেয়েরাও সেই ধারা ধরে রাখল। মেয়েদের টি২০ বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি ভারতের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয় ভারতকে। যে কারণে দ্বিতীয় ম্যাচ ভারতের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর সেখানেই বাজিমাত হরমনপ্রীতদের। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে সাত বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০৫-৮-এ থামে পাকিস্তানের মেয়েরা। তাদের হয়ে মুনিবা আলি ১৭, গুল ফিরোজৈ ০, সিদরা আমিন ৮, ওমাইমা সোহেল ৩, নিদা দার ২৮, আলিয়া রিয়াজ ৪, ফতিমা সানা ১৩, তুবা হাসান ০ রানে আউট হন। সাইদা আরুব ১৪ ও নাশরা সান্ধু ৬ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে বল হাতে সফল অরুন্ধতি রেড্ডি। চার ওভার বল করে ১৯ দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। দুই উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। একটি করে উইকেট নেন রেনুকা সিং, দীপ্তি শর্মা ও আশা শোভানা।
ভারতের হয়ে শুরুটা ভাল করে দিয়েছিলেন শাফালি ভর্মা। ওপেন করতে নেমে তিনি ৩৫ বলে ৩২ রান করেন। যদিও আর এক ওপেনার স্মৃতি মন্ধনা মাত্র ৭ রান করে আউট হয়ে যান। এর পর ভারতীয় দলের ব্যাটিংয়ের হাল ধরেন জেমিমা রডরিগেজ ও ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। যদিও ২৯ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত। ২৩ রানে ফেরেন জেমিমা। রানের খাতা খুলতে পারেননি রিচা ঘোষ। ৭ রানে দীপ্তি শর্মা ও ৪ রানে সাজিভন সাজানা অপরাজিত থাকেন। ১৮.৫ ওভারে ১০৮-৪-এ থামে ভারত। ম্যাচের সেরা হয়েছেন অরুন্ধতী রেড্ডি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার