অলস্পোর্ট ডেস্ক: টি২০ বিশ্বকাপের শুরুতে ধাক্কা খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান ম্যাচ থেকেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই দাপট ধরে রাখল ভারতের মেয়েরা। বিতর্ককে পিছনে ফেলে ঘুরে দাঁড়ালেন স্বয়ং ক্যাপ্টেন হরমনপ্রীতও। ম্যাচের সেরা হলেন তিনি। এই জয়ের সঙ্গে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে জায়গা করে নিল ভারত। এই জয় বিশ্বকাপের পরের পবের্র দাবিদার হিসেবে ভারতের জায়গাটা অনেকটাই পোক্ত করল। এদিন শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি ভারত। ৮২ রানে সহজ জয়ের সঙ্গে বিশ্বকাপে দ্বিতীয় জয় তুলে নিল ভারতের মেয়েরা।
বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। এদিন শুরু থেকেই দাপট দেখান ভারতের টপ অর্ডার ব্যাটাররা। ওপেন করতে নেমেছিলেন শাফালি ভর্মা ও স্মৃতি মন্ধনা। ওপেনিং জুটিতে ভারত ৯৮ রান তুলে নিয়ে মজবুত ভিত তৈরি করে। এর পর তিন নম্বরে নেমে স্বয়ং ক্যাপ্টেন বাকি কাজ করে দেন বড় রানের লক্ষ্য়ে।
শাফালি ৪৩, স্মৃতি ৫০ ও হরমনপ্রীত অপরাজিত ৫২ রান করেন। ১৬ রান করে আউট হন জেমিমা রডরিগেজ। ৬ রানে অপরাজিত থাকেন রিচা ঘোষ। ২০ ওভারে ভারত করে ১৭২-৩। স্মৃতির রান আউট ছাড়া বাকি দুটো উইকে নেনচামালি আথাপাত্তু ও আমা কাঞ্চনা। ১৭৩ রানের লক্ষ্যে নেমে এক বল বাকি থাকতে ৯০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। তাদের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন কাভিশা দিলহারি। আনুষ্কা সঞ্জীবনী করেন ২০ রান। ১৯ রান আমা কাঞ্চনার। বাকি আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে সফল সকলেই। ব্যাটাররা যেখানে তাঁদের কাজ শেষ করেছিলেন সেখান থেকেই বোলাররা সেই খেলা ধরে বাকি কাজ শেষ করে দেন। এদিন তিনটি করে উইকেট নেন অরুন্ধতী রেড্ডি ও আশা শোভানা। দুই উইকেট নেন রেনুকা সিং। একটি করে উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল ও দীপ্তি শর্মা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার