অলস্পোর্ট ডেস্ক: মহিলা এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল ভারতের মেয়ের। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহকে হারিয়ে ভাল জায়গায় চলে গেল ভারত। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ইউএই। প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০১ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার ব্যাট করলেও লক্ষ্যের কাছে পৌঁছতে পারেনি আমিরশাহী। ৭৮ রানে ম্যাচ জিতে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল।
প্রথমে ব্যাট ককরতে নেমে ভারতের দুই ওপেনার শাফালি বর্মা ওস্মৃতি মন্ধনা খুব ভাল শুরু দিতে পারেনি। মাত্র ২৩ রানেই প্রথম উইকেট চলে যায় ভারতের। শাফালি ১৮ বলে ৩৭ রান করে কিছুটা ভরসা দেন। তার আগেই ১৩ রান করে ফিরে গিয়েছেন স্মৃতি। তিন নম্বরে নেমে মাত্র। রান করেই ফেরেন দয়ালান হেমলথা। এখান থেকেই ভারতীয় দলের ব্যাটিংয়ের হাল ধরেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। ১৪ রান করে জেমিমা রডরিগেজ ফিররে গেলে হরমনপ্রীতের সঙ্গে ভারতের রানকে বড় রাে পৌঁছে দেন রিচা ঘোষ।
হরমনপ্রীত ৪৭ বলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার হাউন্ডারি হাঁকিয়ে ৬৬ রান করেন। ২৯ বলে ১২টি বাউন্ডারি ও একটিওভার বাউন্ডারি হাঁকিয়ে ঝোড়ো ৬৪ রানের ইনিংস খেলেন। অপরাজিত থাকেন। পূজা ভস্ত্রাকর নামলেও তাঁকে ব্যাট করতে হয়নি। ভারতের হয়ে ইনিংস শেষ করেন রিচা। ২০১-৫-এ থামে ভারতের মেয়েরা। সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে জোড়া উইকেট নেন কভিশা। একটি করে উইকেট নেন সামাইরা ও হিনা।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ক্যাপ্টেন এশা ওজা ৩৮ রানের ইনিংস খেললে পর পর তিন জন থীর্থা ৪, রিনিথা ৭, সামাইরা ৫ রান করে আউট হন। এর পর পাঁচ নম্বরে নেমে ৪০ রানের ইনিংস খেলেন কভিশা। অপরাজিও থাকেন তিনি। তবে তাঁর এই লড়াই যথেষ্ট ছিল না ২০০ রানের গণ্ডি পার করার জন্য। এছাডড়া ১০ রান করে খুশি, ৮ রান করে হিননা ও ৬ রান করে রীথিকা আউট হন। ২০ ওভারে ১২৩-৭-এ শেষ হয় সংযুক্ত আরব আমিরশাহীর ইনিংস। ৭৮ রানের হারতে হয়।
ভারতের হয়ে দুই উইকেট নেন দীপ্তি শর্মমা। একটি করে উইকেট নেন রেনুকা সিং, তনুজা কানোয়ার, পূজা ভস্ত্রাকর ও রাধা যাদব। ম্যাচের সেরা হয়েছেন রিচা ঘোষ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার