Wednesday, January 22, 2025
No menu items!
Google search engine
Homeএশিয়ান গেমস ২০২৩এশিয়ান গেমস ২০২৩: বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল

এশিয়ান গেমস ২০২৩: বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্ক: পূজা ভস্ত্রাকরের দুরন্ত স্পেলে ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমস ২০২৩-এর ফাইনালে পৌঁছে গেল। রবিবার সেমিফাইনালে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে দিল ভারত। ডানহাতি পেসার ভস্ত্রাকর, যিনি ভারত ছাড়ার ঠিক আগে অঞ্জলি সারভানির জায়গায় দলে ডাক পেয়েছিলেন। এদিন তিনি চার ওভারে ৪/১৭-এর কেরিয়ার সেরা বোলিং করে দেশকে জয় এনে দিলেন। বাংলাদেশ ১৭.৫ ওভারে ৫১ রানে অলআউট হয়ে যায়। যা ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন টি২০ স্কোর।

ভস্ত্রাকর এবং তাঁর নতুন বলের সঙ্গী তিতাস সাধু (৪ ওভারে ১/১০) প্রতিপক্ষকে লড়াই করারই সুযোগ দেননি। পিচের বাউন্সও দুই পেসারকে যথেষ্ট সাহায্য করেছিল। বাংলাদেশের হয়ে একমাত্র অধিনায়ক নিগার সুলতানা (১২) দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন।

মাত্র ৮.২ ওভারে ৫২ রান তাড়া করাটা ভারতের জন্য কোনও কঠিন কাজই ছিল না। কণিকা আহুজা (অপরাজিত ১ এবং জেমিমাহ রডরিগেজ অপরাজিত ২০ রান করেন। তার আগে অধিনায়ক স্মৃতি মন্ধানা ৭ এবং শাফালি ভর্মা ১৭ রান করে জয় নিশ্চিত করে দিয়েছিলেন।

কিছুদিন আগেই বাংলাদেশে খেলতে গিয়ে আম্পায়ারিং নিয়ে মুখ খুলে নির্বাসিত রয়েছেন দলের নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌর। দুই ম্যাচের নির্বাসন রয়েছে তাঁর উপর। যে কারণে অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে জেমিমাহ-র উপর। এক কথায় বাংলাদেশের বিরুদ্ধে এটি ভারতীয় দলের মধুর প্রতিশোধ। ভারতীয় মহিলারা দল তাঁর জবাব মাঠেই দিল।

এদিন দাপুটে বোলিং করেন ভস্ত্রাকর। প্রথম তিন ওভারে তিন উইকেট তুনে নেন তিনি। তিতাস, যিনি ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম তারকা ছিলেন তিনিও এদিন দাপট দেখান। দারুণ বাউন্সে বোল্ড করে দেন স্বর্ণা আখতারকে।

তিতাস এবং ভাস্ত্রকার ১৮টি করে ডট বল করে বাংলাদেশকে আর ঘুরে দাঁড়াতে দেননি। যখন তিন স্পিনার অফ-স্পিনার দীপ্তি শর্মা (২ ওভারে ০/৪), বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় (৩.৫ ওভারে ১/৮) এবং লেগ-স্পিনার দেবিকা বৈদ্য (১ ওভারে ১/০) যতক্ষণে বলের দায়িত্ব তুলে নেন ততক্ষণে অর্ধেক যুদ্ধ জিতে নিয়েছে ভারতের পেসাররা। বাংলাদেশের দুই ব্যাটার দ্রুত রান তুলতে গিয়ে রান আউটও হলেন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৭.৫ ওভারে ৫১ রান করে (পূজা ভাস্ত্রকার ৪/১৭) ভারতের কাছে ৮.২ ওভারে ৫২/২ আট উইকেটে হারে (শাফালি ভার্মা ১৭, জেমিমাহ রডরিগেজ ২০ অপরাজিত)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments