অলস্পোর্ট ডেস্ক: আয়ারল্যান্ড বনাম ভারত প্রথম টি২০ ম্যাচে যে বৃষ্টি ভোগাবে তা আগে থেকেই জানা ছিল। হলও তাই। ডিএলএস মেথডে মাত্র ৬.৫ ওভারেই জয়ের রান তুলে নিল ভারত। এদিন প্রথমে ব্যাট করে হোম টিম আয়ারল্যান্ড ১৩৯-৭ রান করে থামে। ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যখন সপ্তম ওভারের খেলা চলছে তখন তখন বৃষ্টি শুরু হয়। দীর্ঘ সময় বৃষ্টি না থামায় খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। সেই সময় ডিএলএস মেথডে দু’রানে এগিয়ে ছিল ভারত। তার উপরই ভারতকে জয়ী ঘোষণা করা হয়। আয়ারল্যান্ডের জন্য অবশ্যই হতাশার।
এদিন আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ডি বালবিরনি ও অধিনায়ক পল স্টার্লিং ওপেন করতে নামেন। ৪ ও ১১ রান করে আউট হয়ে যান দুই ওপেনার। এর পর লোরকান টাকার ০, হ্যারি টেক্টর ৯, কার্টিস ক্যাম্পফার ৩৯, জর্জ ডকরেল ১, মার্ক আডেইর ১৬ রান করে আউট হয়ে যান। আট নম্বরে ব্যাট করতে নেমে ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ব্যারি ম্যাককারথি। ১ রানে অপরাজিত থাকান ক্রেইগ ইয়ং। ২০ ওভারে আয়ারল্যান্ড থামে ১৩৯-৭-এ।
ভারতের হয়ে দুটো করে উইকেট নেন যসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণোই দুটো করে উইকেট নেন। এক উইকেট নেন অর্শদীপ সিং। ভারতের হয়ে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল ২৪ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে নেমে তিলক ভর্মা রানের খাতা খোলার আগেই মাত্র এক বল খেলে আউট হয়ে যান। আর এক ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ১৯ রানে অপরাজিত থাকেন। ১ রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন। আয়ারল্যান্ডের হয়ে পর পর দুই বলে দুই উইকেট নেন ক্রেইগ ইয়ং। ৬.৫ ওভারে ভারতের খেলা শেষ হয়ে যায় ৪৭-২-এ।
প্রত্যাবর্তনের ম্যাচে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল যসপ্রীত বুমরার কাঁধে। ম্যাচ মাঝ পথে বন্ধ হয়ে যাওয়ায় বলা যাবে না তিনি প্রথম ম্যাচেই অধিনায়ক হিসেবে বাজিমাত করেছেন। তবে তাঁর প্রত্যাবর্তনেই জোড়া উইকেট ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য স্বস্তির খবর হতে পারে। সঙ্গে তাঁর ম্যাচের সেরার পুরস্কারও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার