অলস্পোর্ট ডেস্ক: ভারতের হয়ে কামব্যাক করতে আরো একটু অপেক্ষা করতে হবে মহম্মদ শামিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টি২০ ম্যাচে দলে রাখা হল না ঘরের ছেলে মহম্মদ শামিকে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব।
ভারত: অভিষেক, স্যামসন (উইকেটরক্ষক), তিলক, সূর্য (ক্যাপ্টেন), হার্দিক, নীতীশ, রিংকু, অক্ষর, বিষ্ণোই, বরুণ, আরশদীপ
ইংল্যান্ড: ডাকেট, সল্ট (উইকে), বাটলার (ক্যাপ্টেন), ব্রুক, লিভিংস্টোন, বেথেল, ওভারটন, অ্যাটকিনসন, আর্চার, রশিদ, উড
টসের পর হেডস বলেছেন, “শিশির পরে একটু ভারী হতে পারে,” সূর্য বলেছেন। “এটি উভয় পক্ষের মধ্যে দুর্দান্ত প্রতিযোগিতা হতে চলেছে। দল নির্বাচন কঠিন কাজ ছিল। শামি, জুরেল, ওয়াশিংটন এবং হর্ষিতকে বাইরে রাখতে হয়েছে।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার