অলস্পোর্ট ডেস্ক: রবিবার দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে বহুল প্রত্যাশিত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর প্রথম বল মাঠে গড়ানোর আগেই ভারতের ইতিহাসে একটি অভিনব রেকর্ড লিপিবদ্ধ হল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে টস হেরে প্রথমে বোলিংয়ের সুযোগ পান এবং এটিই টানা ১২তম বার ওডিআই ম্যাচে টস হারার রেকর্ড হয়ে গেল ভারতের।
এটি ছিল ওয়ানডে ক্রিকেটে যে কোনও দলের জন্য টস হারের দীর্ঘ ধারাবাহিকতা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর থেকে ভারত একটিও টস জেতেনি। অতীতে অবাঞ্ছিত এই রেকর্ডটি নেদারল্যান্ডের দখলে ছিল। যারা ২০১১ এবং অগস্ট ২০১৩-এর মধ্যে ওয়ানডে ক্রিকেটে ১১ বার টস হেরেছিল।
যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা টস নিয়ে চিন্তিত নন। বাংলাদেশের বিরুদ্ধেও টস হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু করেছিল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে টস হারের পরও রোহিতকে ততটাই স্বাভাবিক লাগল। তিনি বলেন, “এটায় কিছু যায় আসে না। ওরা আগে ব্যাট করছে তাই আমরা বল করব।”
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার