অলস্পোর্ট ডেস্ক: এ যেন এক দীর্ঘ অপেক্ষা। যা কিছুতেই শেষ হচ্ছিল না। শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে দেশের মাটিতে পা রাখল বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দল দেশে নামার আগে থেকেই তাদের সম্বর্ধনার যাবতীয় পরিকল্পনা তৈরি হয়েই ছিল। ভোর ৬.২০-তে দিল্লি বিমান বন্দরে নেমে হোটেলে গিয়ে বিশ্রাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সকাল ১১টায়। তার পর বিকেল ৪টে নাগাদ উড়ে যাওয়া মুম্বইয়ের উদ্দেশে। বিকেল ৫টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত মুম্বইয়ের রাস্তায় ওপেন বাসে করে ঘোরা। এর পর সন্ধে ৭.৩০-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিসিসিআই-এর সম্বর্ধনা অনুষ্ঠান। সেখানেই দলের হাতে তুলে দেওয়া হবে ১২৫ কোটি টাকা। এদিন রাতে মুম্বইতেই কাটবে ভারতীয় দলের ক্রিকেটাররা।
ভোররাত থেকেই রোহিতদের একঝলক দেখার জন্য দিল্লি বিমান বন্দরের বাইরে ভিড় জমিয়েছিল ফ্যানরা। দিল্লিতে সকাল থেকে বৃষ্টি চললেও ভারতীয় দলের বিশেষ বিমান সঠিক সময়েই অবতরণ করে। দিল্লিতে নামার পর রোহিত শর্মা এক্স হ্যান্ডলে লেখেন, “আপনাদের সবার সঙ্গে এই বিশেষ মুহূর্তটি আমরা উপভোগ করতে চাই। মুম্বইয়ের মেরিন ড্রাইভ ও ওয়াংখেড়েতে ভিক্ট্রি প্যারেডে আমরা এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেব।” রোহিতের এই পোস্ট রি-পোস্ট করে সূর্যকুমার যাদব লেখেন, “সবার সঙ্গে দেখা হচ্ছে।”
সকাল ৭টা নাগাদ ভারতীয় দলের ক্রিকেটাররা এক এক করে বিমান বন্দর থেকে বেরিয়ে এসে টিম বাসে ওঠেন। এখান থেকে তাঁরা চলে যান হোটেল ইটিসি মৌর্য্য-তে। এই হোটেলেও ছিল সেলিব্রেশনের প্রস্তুতি। দলের জার্সির রঙে তৈরি হয়েছিল কেক। তার উপর ছিল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা, যা তৈরি হয়েছিল চকোলেট দিয়ে। পাশাপাশি ছিল বিশ্বকাপজয়ী দলের জন্য বিশেষ ব্রেকফাস্টের ব্যবস্থা। বিমান বন্দর থেকে হোটেলের পথে পুরো রাস্তাটাই শুভেচ্ছা নিতে নিতে যায় টিম বাস। হোটেলের বাইরে এবং ভিতরেও ছিল সর্থকদের উচ্ছ্বাস। রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে দেখা যায় ঢোলের সঙ্গে নাচে মেতে উঠতে। এরপর হোটেলে ঢুকে কেক কাটেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যে, রাহুল দ্রাবিড়।
সাড়ে ১০টা নাগাদ হোটেল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যায় পুরো দল। সেখানে তাদের সহ্গে কথা বলেন মোদী, শুভেচ্ছা জানান। দল চ্যাম্পিয়ন হওয়ার পর ফোনে রোহিত, বিরাট ও দ্রাবিড়ের সঙ্গে কথা বলে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। এবার সামনা সামনি শুভেচ্ছার পালা ছিল। সেখানে ছিল এলাহি ব্রেকফাস্টের ব্যবস্থা। এর পর মুম্বইয়ে রয়েছে আরো বড় সম্বর্ধনা অনুষ্ঠান।
ভারতীয় সময় শনিবার বার্বাডোজে টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলার পর রবিবারই দেশের উদ্দেশে রওনা দেওয়া কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু সেখানের আবহাওয়ার পরিস্থিতি এতটাই খারাপ ছিল ঘূর্ণিঝড়ের কারণে যে বিমান বনদর বন্ধ করে দেওয়া হয়। যার ফলে হোটেলেই আটকে পড়েন রোহিত, বিরাটরা। মঙ্গলবার বিমান বন্দর খুললেও যে বিশেষ বিমানের ব্যবস্থা করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ তা নিউইয়র্ক থেকে বার্বাডোজে। সঠিক সময়ে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত বুধবার স্থানীয় সময় গভীর রাতে বিমান ধরে ভারতীয় ক্রিকেট দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার