অলস্পোর্ট ডেস্ক: বর্ডার -গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেতার জন্য কোনও সুযোগ হাতছাড়া করতে চাইবেন না রোহিত শর্মা। কিন্তু তার রীতিমতো জটিল পরিস্থিতি তৈরি হল ভারতীয় শিবিরে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তাঁর দলের কনিষ্ঠতম ক্রিকেটারকে হোটেলে ফেলেই চলে যান দলের বাকিদের নিয়ে। ওপেনিং ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল দেরি করায় এমন ঘটনা ঘটেছে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলার পর ভারত ও অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচটি খেলবে ব্রিসবেনে।
এদিকে যখন দলটি তৃতীয় টেস্ট ম্যাচের আগে ব্রিসবেনের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তৈরি হয়ে বাসে উঠে পড়েছিল তখনও জয়সওয়াল হোটেলের ঘর থেকে হোটেলের লবিতে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত বাসটি তাঁকে ছাড়াই চলে যায়। অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীর-সহ পুরো দল টিম বাসে তাঁর জন্য অপেক্ষাও করেছিল কিন্তু তার পরও না আসা। তাঁকে রেখেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ব্যাটার প্রায় ২০ মিনিট দেরিতে লবিতে পৌঁছন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।এর পর তাঁকে বিমানবন্দরে হোটেলের গাড়িতে পৌঁছতে হয়।
ভারতীয় ক্রিকেট দলের সকাল ১০টার বিমানে ব্রিসবেনে যাওয়ার কথা ছিল এবং দলটি সকাল সাড়ে ৮টায় হোটেল থেকে রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল। দল এবং সহায়তা কর্মীদের জন্য দু’টি বাস ছিল কিন্তু জয়সওয়াল সময়মতো সেখানে পৌঁছননি। জানা গিয়েছে জয়সওয়াল সময় মতো জায়গায় না পৌঁছনোয় রোহিত শর্মা রীতিমতো বিরক্ত ছিলেন।
প্রায় ২০ মিনিট পরে, যশস্বী হোটেলের লবিতে এসে আবিষ্কার করেন যে টিম বাস ততক্ষণে বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে চলে গিয়েছে। যদিও টিম ম্যানেজমেন্ট তাঁর জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল এবং তিনি সেই গাড়িতে ঊর্ধ্বতন নিরাপত্তা অফিসারের সঙ্গে বিমান বন্দরে যান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার