Tuesday, December 3, 2024
No menu items!
Google search engine
Homeক্রিকেটবাংলাদেশের বিরুদ্ধে নামার আগে নেট প্র্যাকটিসে বুমরাহর বলে সমস্যায় কোহলি

বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে নেট প্র্যাকটিসে বুমরাহর বলে সমস্যায় কোহলি

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রস্তুতি তৃতীয় দিনে পা দিল। হাতে আর মাত্র তিন দিন। তার পরই মরসুমের প্রথম টেস্ট সিরিজ খেলতে নেমে পড়তে হবে। সোমবার চেন্নাইয়ের চিপকে ১৬ সদস্য়ের ভারতীয় দল এদিন পুরোদমে অনুশীলন করল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য রোহিত শর্মা অ্যান্ড কম্পানি মুখিয়ে রয়েছে। ভারতীয় দলের সদস্যরা গত সপ্তাহে চেন্নাইয়ে আসার পর এটিই ছিল তাদের তৃতীয় অনুশীলন পর্ব, মাঝে একদিন ছুটি ছিল রবিবার। বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। যেমনটি প্রায়শই হয়, বিরাট কোহলি প্রথম ব্যাটারদের মধ্যে নেটেের দখল নেন। পাশের নেটে তখন নবাগত যশস্বী জয়সওয়াল ছিলেন কারণ তিনি এবং কোহলি উভয়েই যশপ্রীত বুমরাহ এবং আর অশ্বিনের মুখোমুখি হন।

স্পোর্টস্টারের একটি প্রতিবেদন অনুসারে, তারকা ব্যাটার বিরাট কোহলি যশপ্রীত বুমরাহ এবং লম্বা নেট বোলার গুরনূর ব্রারের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে কিছুটা হোচট খান। বাংলাদেশের ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বা পেসার নাহিদ রানারকে খেলার জন্যশিবিরে অন্তর্ভুক্ত করা ৬ ফুট ৪.৫ ইঞ্চি লম্বা পেসার গুরনূর ব্রারকে। তাঁকে খেলাটাও কঠিন মনে হচ্ছিল কোহলির জন্য।

ব্যাটারদের পরবর্তী সেটে অধিনায়ক রোহিত, শুভমান গিল এবং সরফরাজ খান জায়গা করে নেন। অনন্তপুরে দ্বিতীয় রাউন্ডের দলীপ ট্রফি ম্যাচে অংশ নেওয়ার পরে এখানে আসা শেষ খেলোয়াড় সরফরাজ। বাংলাদেশের ধীরগতির বোলিং আক্রমণকে মাথায় রেখে স্পিনারদের খেলার দিকে মনোনিবেশ করেন অধিনায়ক।

রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ এবং পেসার মহম্মদ সিরাজও স্থানীয় বোলারদের এবং উল্লেখযোগ্য পরিমাণে থ্রোডাউনের মুখোমুখি হন। মূল অনুশীলন পিচে ভাল বাউন্স রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ ওপেনারের আগে ভারতের আরও দু’টি অনুশীলন সেশন নির্ধারিত রয়েছে। এবার বাংলাদেশকে সহজভাবে নিলে হবে না। কারণ সদ্য পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ক্লিন সুইপ করার আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়েই ভারতে এসেছে তারা।

চেন্নাইয়ের মাঠ সাধারণত স্পিনারদের পক্ষে থাকে এবং তিনজন স্পিনার এবং দুই পেসার নিয়ে ভারতের খেলার যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রত্যাশিত স্পিনাররা হলেন অশ্বিন, জাডেজা এবং কুলদীপ যাদব। বুমরাহ এবং সিরাজ পেস বিভাগে কাজের চাপ ভাগ করে নেবেন। অক্ষর প্যাটেল এই ফর্ম্যাটে তাঁর দুর্দান্ত অলরাউন্ড রিটার্ন সত্ত্বেও, তাঁকে বসতে হতে পারে।

ব্যাটিং ফ্রন্টে, পন্থ প্রায় দুই বছর পর টেস্টে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক সিরিজে মুগ্ধ করা ধ্রুব জুরেলকে সে ক্ষেত্রে বেঞ্চে বসতে হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments