অলস্পোর্ট ডেস্ক: একদিন আগেই এশিয়া কাপ জিতে শেষ হয়েছে ভারতের শ্রীলঙ্কা সফর। সোমবারই দেশে ফিরেছে দল। মুম্বই থেকে প্লেয়াররা সকলেই ফিরে গিয়েছেন যাঁর যাঁর বাড়িতে। এর সামনে বিশ্বকাপ। তবে তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সোমবার অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিল বোর্ড। যদিও সেই দলে শুরুতে রাখা হয়নি দলের সিনিয়র প্লেয়ারদের। প্রথম দুই ম্যাচের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে লোকেশ রাহুলের হাতে। দলে রাখা হয়নি রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়রদের। তবে শেষ ম্যাচে এই সিনিয়ররা আবার দলে ফিরছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডে ম্যাচে ভারতীয় দল: কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিষান (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, আর অশ্বিন, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পাণ্ড্যে (সহ-অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল (ফিট হলে), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর অশ্বিন, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার