অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে রোহিত শর্মার ব্যাটিং পজিশন নিয়ে জল্পনা চলছেই। তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলতে পারেননি, তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের কারণে। দ্বিতীয় টেস্টে ফিরে তিনি কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসাবে জায়গা ছেড়ে দিতে ছয় নম্বরে ব্যাট করেছিলেন রোহিত। রোহিত এবং রাহুল উভয়েই অ্যাডিলেডে গোলাপী বলের টেস্টে রান পেতে ব্যর্থ হওয়ায় আবার নতুন করে রোহিতের ব্যাটিং পজিশন নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৃতীয় টেস্ট ম্যাচের পাশাপাশি বৃহস্পতিবার অনুশীলন সেশনেও ব্যাটিং অর্ডারের ইঙ্গিত পাওয়া যায়।
রাহুল এবং জয়সওয়ালকে দেখা যায় অনুশীলনের শুরুতেই ব্যাট করতে, তবে রোহিত গত ম্যাচের থেকে আগে ব্যাট করতে নেমেছিলেন অনুশীলনে।
এদিকে, তারকা ব্যাটার বিরাট কোহলি-সহ দলের অন্যান্য সদস্যদের স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করতে দেখা গিয়েছে। হেড কোচ গৌতম গম্ভীর, বোলিং কোচ মর্নিং মর্কেল এবং সহকারী কোচ অভিষেক নায়ারকে দেখি যায় দীর্ঘ সময় সিরিয়াস আলোচনা করতে, সম্ভবত আসন্ন টেস্টের জন্য কৌশলগত পরিকল্পনায় ব্যস্ত ছিলেন তাঁরা।
অধিনায়ক রোহিত শর্মাকে দেখা যায় ওয়ার্ম আপের পর ওপেনার যশস্বী জয়সওয়াল এবং অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে আলোচনা করতে। মহম্মদ সিরাজ এবং শুভমান গিলকেও দেখা যায় স্ট্রেচিংয়ের পাশাপাশি মাঠ জুড়ে দৌড়তে।
এছাড়া গৌতম গম্ভীর এবং বিরাট কোহলিকেও দেখা যায় গুরুত্বপূর্ণ কথোপকথনে ব্যস্ত থাকতে, গম্ভীর পরে উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের সঙ্গেও অনেকক্ষণ কথা বলেন। এছাড়া দেবদত্ত পাডিক্কল এবং হর্ষিত রানা জগিং করেন, পরে আকাশ দীপও যোগ দেন। প্রথম টেস্টে জ্বলে ওঠা যশপ্রীত বুমরাহকেও ওয়ার্ম আপ করতে দেখা গেছে।
গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি পরে পুরো দলকে এক জায়গায় ডেকে কথা বলেন, ফিল্ডিং কোচ টি দিলীপকে দেখি গিয়েছে দলকে পরামর্শ দিতে, বিশেষ করে যশস্বী জয়সওয়ালকে।
এরপর দলটি ফিল্ডিং সেশনে যায়, স্লিপ ক্যাচিং ড্রিল অনুশীলন করে। ঋষভ পন্থ স্টাম্পের পিছনে নিজেকে ঝালিয়ে নেন, যখন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়াল স্লিপে তাঁদের যার যার জায়গায় ফিল্ডিং অনুশীলন করেন। দেবদত্ত পড়িক্কল পরে স্লিপ কর্ডনে তাঁদের সঙ্গে যোগ দেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার